Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৩ ডিসেম্বর ২০২১ ই-পেপার

‘সিক্রেট সুপারস্টার’-এ আমিরের ক্রেজি লুক ফাঁস

সংবাদ সংস্থা
১০ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৪

বরাবরই ছবিতে নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন আমির খান৷ ‘গজনী’ ছবিতে সিক্স প্যাকের মাচো চেহারা, সারা গায়ে ট্যাটু আর নেড়া মাথায় একটা লম্বা কাটা দাগ। এ ছবিতে আমিরের এই নতুন ‘হেয়ার স্টাইল’ সে বছর বেশ জনপ্রিয় হয়েছিল। এর পরই ‘থ্রি-ইডিয়টস’-এ তিনি কলেজ ছাত্র। ‘লগান’, ‘মঙ্গল পাণ্ডে’, ‘রং দে বসন্তি’, ‘পিকে’ বা আগামী ছবি ‘দঙ্গল’— সবেতেই নিজের লুক বদলে দর্শকদের বার বার চমকে দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। ‘দঙ্গল’-এর পরবর্তী ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এ আমির ফের চমকে দিতে চলেছেন তাঁর ভক্তদের। ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমিরের নতুন লুক আর ‘সিক্রেট’ নেই। ইতিমধ্যেই তা ফাঁস হয়ে গিয়েছে বি-টাউনে, সোশ্যাল মিডিয়ায়। এ বারও তাঁর লুক তাঁর কথায় যাকে বলে ‘ঝাকাস’। ‘সিক্রেট সুপারস্টার’-এ আমির খান একজন সঙ্গীত পরিচালক৷ কিন্তু সঙ্গীত পরিচালকের এ হেন ‘লুক’-এর কারণ কী! সেটা জানতে হলে অবশ্য আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে সকলকে। ‘সিক্রেট সুপারস্টার’-এ আমিরের লুক ফাঁস হয়ে গেলেও এই অদ্ভুত ‘লুক’-এর কারণ এখনও ‘টপ সিক্রেট’।


‘সিক্রেট সুপারস্টার’-এ আমিরের লুক।

Advertisement

আরও পড়ুন

Advertisement