Advertisement
E-Paper

সেরা অভিনেতার হাসি হাসলেন লিওনার্দো...আর কে কে?

এসে গেল সেই রাত। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের রাত। যার জন্য সারা বছর ধরে প্রতীক্ষায় থাকে গোটা হলিউড। জীবনের সেরা পারফরম্যান্সের সুবাদে নমিনেশন তো পাওয়া হয়ে গেছে কিন্ত শেষ হাসিটা হাসলেন কারা? অনুষ্ঠিত হল ৮৮তম অ্যাকাডেমি আওয়ার্ডস। দেখে নিন বিজয়ীদের তালিকা।

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৮

এসে গেল সেই রাত। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের রাত। যার জন্য সারা বছর ধরে প্রতীক্ষায় থাকে গোটা হলিউড। জীবনের সেরা পারফরম্যান্সের সুবাদে নমিনেশন তো পাওয়া হয়ে গেছে কিন্ত শেষ হাসিটা হাসলেন কারা? অনুষ্ঠিত হল ৮৮তম অ্যাকাডেমি আওয়ার্ডস। দেখে নিন বিজয়ীদের তালিকা।

সেরা ছবি

স্পটলাইট: মাইকেল সুগার, স্টিভ গলিন, নিকোল রকলিন ও ব্লাই পেজন ফস্ট

সেরা পরিচালক

আলেহান্দ্রো জি ইনার্রিতু: দ্য রেভেন্যান্ট

সেরা অভিনেতা

লিওনার্দো ডি’ক্যাপ্রিও: দ্য রেভেন্যান্ট ছবিতে হিউ গ্লাস চরিত্রের জন্য

সেরা অভিনেত্রী

ব্রি লারসেন: রুম ছবিতে জোয় মা নিউসাম চরিত্রের জন্য

সেরা সহ অভিনেতা

মার্ক রেলেন্স: ব্রিজ অফ স্পাইস ছবিতে রুডফ আবেল চরিত্রের জন্য

সেরা সহ অভিনেত্রী

অ্যালিসিয়া ভিকান্ডার: দ্য ড্যানিশ গার্ল ছবিতে গার্দা ওয়েগেনর চরিত্রের জন্য

সেরা অরিজিনাস স্ক্রিনপ্লে

স্পটলাইট: টম ম্যাকার্টনি ও হোসে সিঙ্গার

সেরা অ্যাডপটেড স্ক্রিনপ্লে

দ্য বিগ শর্ট: অ্যাডম ম্যাকে ও চার্লস র‌্যানডফ

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম

ইনসাইড আউট: পেট ডকটার ও হোনাস রিবেরা

সেরা বিদেশি ভাষার ছবি

সন অফ সওল(হাঙ্গেরি): লাসলো নেমেস

সেরা ডকুমেন্টারি ফিচার

অ্যামি: আসিফ কাপাদিয়া ও জেমস গে রিস

সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট

আ গার্ল ইন দ্য রিভার: দ্য প্রাইস অফ ফরগিভনেস- শারমেন ওবেইদ-চিনয়

সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম

শাটরার: বে়ঞ্জামিন ক্ল্যারি ও সেরেনা আর্মিতেজ

সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্ম

বেয়ার স্টোরি: পাতো এসকালা পিয়েরার্ত ও গ্যাব্রিয়েল ওসোরিও বার্গাস

সেরা সাউন্ড মিক্সিং

ম্যাড ম্যাক্স: ফারি রোড- ক্রিস জেনকিন্স, গ্রেগ রুডফ ও বেন অসমো

সেরা মেকআপ ও হেয়ারস্টাইল

ম্যাড ম্যাক্স: ফারি রোড, কলিন গিবসন ও লিজা টমসন

সেরা কস্টিউম ডিজাইন

ম্যাড ম্যাক্স: ফারি রোড, জেনি বেভান

সেরা ভিজুয়াল এফেক্টস

এক্স মেশিনা: মার্ক উইলিয়াম আর্দিংটন, সারা বেনেট, পল নরিস ও অ্যান্ড্রু হোয়াইটহার্স্ট

সেরা ফিল্ম এডিটিং

ম্যাড ম্যাক্স: ফারি রোড, মার্গরেট সিক্সেল

দেখুন ফোটোগ্যালারি: কারা জিতলেন এ বারের অস্কার

আরও পড়ুন, প্রিয়ঙ্কাকে দেখুন অস্কারের মঞ্চে, চমকে যাবেন!

entertainment Hollywood Academy Awards Oscar 88th Academy Awards
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy