Advertisement
E-Paper

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’

গত সপ্তাহের শেষ দিকে ইউটিউবে মুক্তি পায় ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র ট্রেলার। এমনই এক বিষয় ফুটে উঠেছে এই ছবির ট্রেলারে যা এদেশে ট্যাবু। নারীর স্বাধীনতা আর তাঁদের জীবনের একের পর এক প্রশ্ন চিহ্ন নিয়ে গড়ে উঠেছে লিপস্টিক আন্ডার মাই বুরখার চিত্রনাট্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১৭:৫১
 ফেসবুকের সৌজন্যে

ফেসবুকের সৌজন্যে

গত সপ্তাহের শেষ দিকে ইউটিউবে মুক্তি পায় ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র ট্রেলার। আর তার পরই ভাইরাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। এমনই এক বিষয় ফুটে উঠেছে এই ছবির ট্রেলারে যা এদেশে ট্যাবু। নারীর স্বাধীনতা আর তাঁদের জীবনের একের পর এক প্রশ্ন চিহ্ন নিয়ে গড়ে উঠেছে লিপস্টিক আন্ডার মাই বুরখার চিত্রনাট্য। নারীর শারীরিক চাহিদা আর তাঁদের জীবনের অতৃপ্ত ইচ্ছাকে নিয়ে তৈরী ছবিটির ট্রেলার এখনও অবধি দশ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবিটিকে ঘিরে যথেষ্ট কৌতূহলের সৃষ্টি হয়েছে।

অলঙ্কৃতা শ্রীবাস্তব পরিচালিত ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ প্রিমিয়ার হতে চলেছে আগামী ২৬ অক্টোবর, ১৮ মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে(মামি)। একই সঙ্গে ওই দিনেই টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও আন্তর্জাতিক প্রিমিয়ার করবে ছবিটি। আর এরই মধ্যে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’-র প্রযোজক প্রকাশ ঝা তাঁর ছবির ইউরোপীয়ান প্রিমিয়ারেরও দিন ক্ষণ স্থির করে ফেলেছেন। নভেম্বরের ১০, ১৫ এবং ১৬ তারিখে ছবিটি দেখানো হবে স্টকহোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পটলাইট সেকশনে। এই বিভাগগুলোতে থাকে এক একটা থিম। এ বছর ‘আইডেনটিটি’ থিমে স্থান পেয়েছে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’। উচ্ছ্বসিত প্রযোজক প্রকাশ ঝা জানিয়েছেন, এই ছবির গল্প এতটাই সমসাময়িক আর গ্লোবাল বলেই স্টকহোমের মত ফেস্টিভ্যালের স্পটলাইট সেকশনে ছবিটা দেখানো হচ্ছে। তাও আবার আইডেনটিটি থিমে।

ট্রেলারে একটা ইঙ্গিত স্পষ্ট, যে পর্দা আমাদের সমাজের নারীদেরকে লুকিয়ে রাখতে চায় আর তার থেকেও বেশি লুকিয়ে রাখতে চায় তাঁদের অন্তরের ইচ্ছা গুলোকে। কেউ বলে ওঠে “পর্দা এতটাই মোটা ছিল যে রোজিকে ভাল করে দেখা যায় না আর রোজিও কাউকে ভাল করে দেখতে পায় না।” ভোপালের ঘিঞ্জি গলিগুলোতে বসবাসকারী চার জন মহিলার বোরখা দিয়ে ঢাকা ইচ্ছা গুলো নিয়ে ডিল করা হয়েছে লিপস্টিক আন্ডার মাই বুরখার চিত্রনাট্য। বিভিন্ন বয়সের চার জন মহিলা। কলেজ পড়ুয়া, বিউটিশিয়ান, হাউসওয়াইফ আর একজন ৫৫ বছর বয়সী বিধবা ভদ্র মহিলা। এঁদের চরিত্রে অভিনয় করেছেন প্লাবিতা বোড়ঠাকুর, অহনা কুমড়া, কঙ্কনা সেনশর্মা এবং রত্না পাঠক শাহ। সুশান্ত সিংহ, ভিক্রান্ত মাসে, শশাঙ্ক অরোরাদের দেখা যাবে চারজন দাপুটে অভিনেত্রীর সাথে যোগ্য সঙ্গ দিতে।

দেখুন ভিডিও:

ট্রেলার শুরু হচ্ছে সেই সময়ের কথা দিয়ে যে সময় একটি মেয়ে মহিলা হয়ে উঠতে চায়। মাঝ বয়সে স্বামীর মৃত্যুর পর আরেক বার প্রেম করবার অনুমতি সমাজ তাঁকে দেয়নি। কিন্তু তাঁর মন তাঁকে সে অনুমতি দিয়েছে। আর সেই অতৃপ্ত হৃদয়ে বোরখার ভিতর দিয়ে সে বারবার দেখে ‘লিপিস্টিকওয়ালি ড্রিম’। হাঁটু বয়সী বয়ফ্রেন্ডের সঙ্গে নিজেকে ভাসিয়ে দেয় সুইমিং পুলে। শেষে ঘরের পুরুষকে প্রশ্ন করে ‘জীবনে শুধু বাচ্চা পয়দা করা ছাড়াও কি অন্য কোনও প্ল্যান আছে তোমার? ’

তবে অলঙ্কৃতা শ্রীবাস্তব কিন্তু এই ছবির কাজ শুরু করেছিলেন বেশ কিছুদিন আগেই। অলঙ্কৃতা এর আগে বিহারের সামাজিক এবং রাজনৈতিক জীবন নিয়ে একটি পূর্ণ দৈর্ঘ্যের তথ্যচিত্র তৈরি করেছিলেন। প্রকাশ ঝা-র রাজনীতি(২০১০) এবং সত্যাগ্রহ(২০১৩)- এই দুই ছবিরই কার্যনিবাহী প্রযোজক ছিলেন অলঙ্কৃতা। আর তখনই তিনি বেঁধে ফেলেন ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র গল্প। ছবি দুটোর সার্থে লোকাল অভিনেতাদের খোঁজ এবং রেকি করতে গিয়ে ভোপাল এর সংস্কৃতির সঙ্গে পরিচয় হয় পরিচালকের। অলঙ্কৃতা জানিয়েছেন ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’ আমার মনের খুব কাছের একটা ছবি। একটা নগ্ন দৃষ্টিভঙ্গিতে চরিত্রদের অন্তরের যুদ্ধকে এই সিনেমায় আমি দেখাতে চেয়েছি। তাঁর ছবির যে স্টকহোমে প্রিমিয়ার হচ্ছে সে ব্যাপারেও যথেষ্ট উচ্ছ্বসিত পরিচালক।

আরও পড়ুন: প্রথম লুকেই চমকে দিল ‘বাহুবলী ২’

Lipstick under my burkha Prakash Jha Alankrita Srivastav International Film Festivals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy