অক্ষয়ের পরনে পাঞ্জাবি আর ধুতি। আর মৌনি সেজেছেন লাল শিফনের শাড়িতে। সঙ্গে ব্ল্যাক পাফ হাতা ব্লাউজ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়া জুড়ে রং ছড়ালেন ‘গোল্ড’ ছবির নায়ক-নায়িকা। সৌজন্যে অক্ষয়ের বিভিন্ন ফ্যান পেজ। রিমা কাগতি পরিচালিত পিরিয়ড স্পোর্টস ড্রামা ‘গোল্ড’-এর হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন বঙ্গতনয়া মৌনি রায়। সঙ্গে খিলাড়ি অক্ষয়কুমার। তবে দু’জনকেই দেখা যাবে চেনা ছকের বাইরের লুকে।
‘গোল্ড’-এর মূল বিষয় হল, ১৯৪৮-এর লন্ডন অলিম্পিক্সে হকিতে স্বাধীন ভারতের প্রথম স্বর্ণপদক জয়। ছবিতে অক্ষয় বাঙালির চরিত্রে। মৌনির চরিত্রটি ঘিরেও কৌতূহল রয়েছে ভক্তদের মনে। ছবিতে অমিত সাধ ও কুনাল কপূরও আছেন। দক্ষ কোচের তত্ত্বাবধানে তাঁদেরও প্রশিক্ষণ চলছে। শ্যুটিংয়ের জন্য গত সপ্তাহেই লন্ডন পৌঁছে যান অক্ষয়। ছবির প্রযোজক রীতেশ সিধওয়ানি আগেই টুইটারে ছবির জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন। তবে শ্যুটিংয়ের ছবি ভাইরাল হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।
VIDEO : @akshaykumar sir and @Roymouni filmed in UK recently !! pic.twitter.com/yIywPzsdEU
— Akshay Kumar FG (@AKFansGroup) July 11, 2017