Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

০৭ ডিসেম্বর ২০২১ ই-পেপার

নতুন খবর দিলেন সৌরভ-মধুমিতা, কী জানেন?

স্বরলিপি ভট্টাচার্য
২৩ নভেম্বর ২০১৭ ১৬:৪৮
দম্পতি। ছবি: ফেসবুকের সৌজন্যে।

দম্পতি। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা চক্রবর্তী। টলিউডের এই অভিনেতা দম্পতি নতুন খবর দিলেন আমাদের।

‘নতুন খবর’ হিসেবে কী ভাবছেন আপনি? … সে প্রসঙ্গ এখন মুলতুবি থাক।

আসলে প্রযোজক হিসেবে প্রথম বার একটি সিনেমা তৈরি করতে চলেছেন এই জুটি।

Advertisement

আরও পড়ুন, কনীনিকা VS মধুমিতা, এগিয়ে কে?

সৌরভ-মধুমিতার নিজস্ব সংস্থা রয়েছে, ‘ট্রিকস্টার’। ওয়েবসিরিজের মাধ্যমে জার্নি শুরু হয়েছে তাঁদের। এ বার সিনেমা। পূর্ণ দৈর্ঘ্যের এই ছবিতে পরিচালক হিসেবেও ডেবিউ করতে চলেছেন সৌরভ। ২০১৮-তে শুরু হবে শুটিং।

তবে আপাতত এটুকুই। এর থেকে বেশি কিছু বলতে নারাজ সৌরভ স্বয়ং। তাঁর কথায়, ‘‘নতুন একটা কনটেন্ট নিয়ে কাজ করছি। ২০১১-১২র নর্থ ইস্ট রিজিওনের গল্প। প্রেক্ষাপটটা সত্যি।’’ কাদের কাস্ট করছেন প্রথম ছবিতে? সৌরভ শেয়ার করলেন, ‘‘কাস্টে চমক থাকবে। এক জনকে পুরো নতুন ভাবে দেখতে পাবেন, এটুকু বলতে পারি। এখন এর থেকে বেশি বলাটা ঠিক হবে না।’’

আরও পড়ুন, ‘যাঁরা সমালোচনা করছেন তাঁরাই নিয়মিত প্রত্যেকটা এপিসোড দেখছেন’

গল্প, চিত্রনাট্য দু’য়ের দায়িত্বই সামলেছেন সৌরভ। প্রথম ছবির আগে টেনশনে তিনি। আর মধুমিতা? ‘‘ও তো প্রোডাকশের অনেক কিছুর দায়িত্বে রয়েছে। আমার থেকে ওর টেনশন কম। কিন্তু সেটা দেখে বোঝা যায় না’’ হেসে বললেন সৌরভ।

আরও পড়ুন

Advertisement