‘লাল সিং চড্ডা’র ভরাডুবির পর এতটাই মুষড়ে পড়েছিলেন যে ছবি করা ছেড়ে দেবেন— ঘোষণা করেছিলেন তিনি। লম্বা সময় অবসরের পরে তিনি ফিরতে চলেছেন ‘সিতারে জমিন পর’ নিয়ে। তার ফাঁকেই আমির খানের ঘোষণা, ‘মহাভারত’ ছবিতে অভিনয়ের পর আর হয়তো তাঁর কিছুই করার থাকবে না। তিনি অভিনয় ছেড়ে দেবেন।
শুনেই নিন্দকদের পাল্টা ব্যঙ্গ, আগামী দিনগুলো কি প্রেম করেই কাটবে অভিনেতার?
আপাতত ‘সিতারে জমিন পর’ ছবির প্রচারেই ব্যস্ত তিনি। ‘তারে জমিন পর’ ছবির সিক্যুয়েল এটি। সিক্যুয়েল দিয়ে বড় পর্দায় আরও একবার ফিরতে চলেছেন ‘নিকুম্ভ স্যর’। ছবিটি হয়তো আবারও আমিরকে পুরনো জনপ্রিয়তা ফিরিয়ে দেবে, আশা অভিনেতার অনুরাগীদের। এমনটা ঘটলেও কি তিনি ছেড়ে দেবেন অভিনয়?
এর জবাব অবশ্য মেলেনি। তবে আমির জানিয়েছেন, যদি সুযোগ পান তা হলে ‘সিতারে জমিন পর’-এর পরেই ছবির জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করবেন।
আরও পড়ুন:
কেন ‘মহাভারত’ তাঁর শেষে অভিনয়? অভিনেতা কারণ হিসাবে ছবির কাহিনি, স্তরবিন্যাস, বিরাট পরিধি, বিষয় এবং চরিত্র বৈচিত্রকে উল্লেখ করেছেন। এ-ও জানিয়েছেন, ‘মহাভারত’ নিয়ে কাজ করার স্বপ্ন অনেক দিন ধরে দেখছেন। পুরো বিষয়টিকে বড় পর্দায় ধরতে গেলে গুছিয়ে চিত্রনাট্য লিখতে হবে। তাই চিত্রনাট্য লিখতেও অনেকটা সময় লাগবে বলে মনে করছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন, সম্ভবত একজন পরিচালক ‘মহাভারত’ তৈরি করতে পারবেন না। একাধিক পরিচালক একজোট হয়ে কাজটি হয়তো করবেন। ছবিটি প্রত্যেকের কাছেই এখন ‘স্বপ্নের কাজ’। তাই অভিনেতা নির্বাচন করছেন যাঁদের তাঁরাও যথেষ্ট সজাগ হয়েই দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে, তাঁরা আমিরকে ‘শ্রীকৃষ্ণ’ চরিত্রের জন্য উপযুক্ত মনে করবেন কি না, সেটাও এখনও বুঝতে পারছেন না তিনি। তবে আমিরের দাবি, ‘মহাভারত’ করতে করতে যদি তাঁর মৃত্যু হয় তাতেও তাঁর আপত্তি নেই।