বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। একটা শেষ হতে না হতেই এসে উপস্থিত হয় অন্যটা। সদ্য ধর্ষণ ও ধর্ষণের ভিডিয়ো করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশের বিতর্কিত গায়ক মনিউল আহসান নোবেলের বিরুদ্ধে। যদিও আদালতের নির্দেশ মতো অভিযোগকারিণীকে বিয়ে করেন তিনি। তার পরই মামলা থেকে রেহাই পান। কিন্তু এই ঘটনার পর এক মাসও কাটনি। ফের নোবেলকে থানায় নিয়ে গেল পুলিশ।
আরও পড়ুন:
অভিযোগ, রবিবার তিনি মত্ত অবস্থায় এক ক্যাব চালককে মারধর করেন। মধ্যরাতেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় মিরপুর মডেল থানায়। ক্যাব চালক আকবর হোসেন সংবাদমাধ্যমাধ্যকে জানান, অ্যাপের মাধ্যমে একটি গাড়ি ভাড়া করে হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন নোবেল। সঙ্গে ছিলেন তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবেল মাহমুদ। গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চাননি। শুরু হয় বচসা। একপ্রস্ত গালিগালাজের পর নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করতে শুরু করেন বলে অভিযোগ।
রাস্তার উপর এমন কাণ্ড দেখে ভিড় বাড়তে থাকে। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানার পুলিশ। আটক করা হয় নোবেল, এবং ক্যাব চালককে। পুলিশ জানিয়েছে, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্যই থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ করা হবে।