তিনি বলিউডের বাদশাহ। তাঁর এক ঝলক দেখার জন্য রোজ হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকেন ‘মন্নত’-এর বাইরে। তিনি শাহরুখ খান। এ বার এমনই এক অনুরাগী ডেলিভারি বয়ের ছদ্মবেশে প্রবেশের চেষ্টা করলেন তারকার অন্দরমহলে। সফল হলেন সেই চেষ্টায়? সমাজমাধ্যমে পোস্ট করেছেন সেই ভিডিয়ো। কী বলছেন নেটনাগরিকেরা?
ডেলিভারি বয় সেজে শাহরুখের বাড়িতে ঢোকার চেষ্টা করলেন নেটপ্রভাবী শুভম প্রজাপত। গোটা প্রক্রিয়াই ক্যামেরাবন্দি করেছেন তিনি। শুরুতেই দেখা যাচ্ছে ‘মন্নত’-এর মূল দরজার সামনে দাঁড়িয়ে রক্ষীদের সঙ্গে কথা বলছেন তিনি। বলাই বাহুল্য, তাঁকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তখনই মজার ফন্দি আঁটেন শুভম। অনলাইনে দুটো কফি অর্ডার করেন। একটি নিজের জন্য, অন্যটি হয়তো স্বয়ং কিং খানের জন্য। সেই কফি কিছুক্ষণেই হাজির হলে, ওই ডেলিভারি বয়কেই রাজি করিয়ে তাঁর ব্যাগ ও হেলমেট-বাইক ধার করেন শুভম। এর পর নিজেই ডেলিভার বয় সেজে ফের উপস্থিত হন ‘মন্নত’-এর দরজায়।
তাতে কি লাভ হল? মূল ফটকের রক্ষী তাঁকে বলেন, পিছন দিকের ‘গোপন দরজা’ দিয়ে ভিতরে যেতে। অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে সেখানেই পৌঁছন শুভম। আবার এক রক্ষীর মুখোমুখি। ফের নিজের পরিচয় দেন ডেলিভারি বয় হিসেবে। জানান হয়তো কেউ কিং খানকে ভালবেসে কফি উপহার পাঠিয়েছেন। কিন্তু সম্ভবত, শাহরুখের বাড়ির রক্ষীরা এর আগেও এমন পরিস্থিতি সামলেছেন। খুব শান্ত গলায় তিনি বলেন, যিনি উপহার পাঠিয়েছেন তাঁকে ফোন করতে। তখনই ধীরে ধীরে গোটা পরিকল্পনা ভেস্তে যেতে থাকে তাঁর। তবে নেটাগরিকদের মনে জায়গা করে নিয়েছে রক্ষীর প্রতিক্রিয়া। হাসতে হাসতেই তাঁর উত্তর, “একটা ফোন করলেই কফিওয়ালা ওঁর সামনে আনন্দে নাচবেন।” অর্থাৎ যদি শাহরুখ নিজেই ফোন করেন তাহলে কফি যিনি পাঠিয়েছেন আনন্দে আত্মহারা হবেন। ওই রক্ষী পরিষ্কার বুঝতেই পারছিলেন যে পুরোটাই সাজানো ঘটনা।
যদিও এই ভিডিয়ো কবে শুট করা সেই ধন্দ আছে। এখন সপরিবারে অভিনেতা রয়েছেন অন্যত্র, কারণ ‘মন্নত’-এ সংস্কারের কাজ চলছে। যদিও সমাজমাধ্যমে ভিডিয়ো পোস্ট হতেই হাসিতে ফেটে পড়েছেন নেটাগরিকরা। বেশিরভাগেরই নজর কেড়েছেন ‘গোপন দরজা’র রক্ষীর উত্তর। যিনি খারাপ ব্যবহার নয়, উঁচু গলায় কথা নয়, বকাঝকাও নয়, মজা করেই এমন উত্তর দিলেন যে সকলের মনে গেঁথে গেল তাঁর কথাই।