Advertisement
১৫ সেপ্টেম্বর ২০২৪
Mandira Bedi

Raj Kaushal-Mandira Bedi: রাজ বেঁচে থাকলে আজ আমাদের ২৩তম বিবাহবার্ষিকী হত, প্রেমের দিনে স্মৃতিতে ডুব মন্দিরার

২০২১-এর ৩০ জুন হঠাৎই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ। ৪৯ বছরের পরিচালক সে সময়ে ছিলেন মুম্বইয়ের বাড়িতেই।

প্রেম দিবসে রাজকে মনে পড়ছে মন্দিরার

প্রেম দিবসে রাজকে মনে পড়ছে মন্দিরার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৩৪
Share: Save:

গত বছর চিরকালের মতো হারিয়ে গিয়েছেন তাঁর জীবনসঙ্গী। আচমকা শোক টালমাটাল করে দিয়েছিল মন্দিরা বেদীকে। সামলে উঠেছেন খানিক। স্বামী রাজ কৌশলের স্মৃতি আগলেই এখন দিন গুজরান সঞ্চালিকা-অভিনেত্রীর। প্রেমের দিনে তাই আবেগে ভাসলেন ইনস্টাগ্রামের পাতায়। এ যে তাঁদের বিয়েরও তারিখ!

ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের মুহূর্ত ভাগ করে নিয়েছেন মন্দিরা। লিখেছেন, ‘রাজ বেঁচে থাকলে আমাদের ২৩তম বিবাহবার্ষিকী উদযাপন হত আজ।’ ছবিতে নববধূর টকটকে লাল সাজে মন্দিরা। সাদা কুর্তায় রাজ। হাসিতে ঝলমলে যুগল।

২০২১-এর ৩০ জুন হঠাৎই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ। ৪৯ বছরের পরিচালক সে সময়ে ছিলেন মুম্বইয়ের বাড়িতেই। ২০১১ সালে রাজ-মন্দিরার ছেলে বীরের জন্ম। সদ্য ২০২০তে এক শিশুকন্যাকে দত্তক নেন তারকা দম্পতি। নাম রেখেছিলেন তারা। তার এক বছরের মাথায় আচমকা এমন বিপর্যয় মন্দিরার জীবনে। গত বছর নভেম্বরে রাজের পরিচালনায় শেষ ছবি ‘অক্কর বক্কর রফু চক্কর’-এর ওটিটি মুক্তির পরেও আবেগে ভেসেছিলেন মন্দিরা। স্বামীর স্মৃতিতে কলম ধরেন সে বারেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE