যে কোনও চরিত্রের ছাঁচে নিজেকে ফেলতে পারদর্শী মনোজ বাজপেয়ী। প্রায়ই তাঁর অভিনয়ের প্রশংসা করে থাকেন সমালোচকেরা। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘জুগনুমা’ও ব্যতিক্রম নয়। সমাজমাধ্যমে এই ছবির প্রচার ঝলক প্রকাশ করেছিলেন দক্ষিণের বেত্রিমারন, নাগ অশ্বিনের মতো তারকা পরিচালকেরা। দক্ষিণ ভারতীয় ছবিতে কাজ প্রসঙ্গে মনোজের কী মত?
আরও পড়ুন:
নতুন ছবির পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এক সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘‘চেন্নাই গেলেই আমি পরিচালক বেত্রিমারনের সঙ্গে দেখা করি।’’ অভিনেতার কথায়, “চেন্নাইয়ের কুমাররাজ আছেন, তা ছাড়া কর্নাটক ও কেরলের বহু পরিচালক আছেন যাঁদের কাজ আমি পছন্দ করি। আমাদের পছন্দ অনেকটা এক, তাই মনের মিল হয় আমাদের।”
দক্ষিণ ভারতে এই ছবিকে ছড়িয়ে দেওয়ার জন্য অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন মনোজ। এত প্রশংসা, দক্ষিণের পরিচালকদের সঙ্গে বন্ধুত্ব— তা হলে কি শীঘ্রই দক্ষিণের ছবিতে দেখা যাবে মনোজকে? অভিনেতা বলেন, “ওঁদের একমাত্র অভিযোগ, আমি ওঁদের ভাষাগুলো জানি না। নয়তো আমরা একে অন্যের কাজ পছন্দ করি। বেত্রির সঙ্গে কাজ করতে পারলে তো ভীষণ খুশি হব।”