Advertisement
১৯ মে ২০২৪
Entertainment News

‘এক্সপ্রেশনস ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮’-এ পুরস্কৃত মনোজ

ছবির নাম ‘তৃতীয় অধ্যায়’ কেন?

মনোজ মিশিগান।

মনোজ মিশিগান।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮ ১৬:২৬
Share: Save:

‘তৃতীয় অধ্যায়’ এখনও মুক্তি পায়নি। তার আগেই পুরস্কার পেলেন পরিচালক মনোজ মিশিগান। নাগপুরে আয়োজিত ‘এক্সপ্রেশনস ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮’-এ বেস্ট স্ক্রিন প্লে অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।

দিন কয়েক আগেই ‘বঙ্গ প্রবাসী মিলাপ ২০১৮’-এ প্রশংসিত হয়েছে পাওলি দাম এবং আবির চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি। এ বার মুকুটে জুড়ল আরও এক পালক।

ছবির গল্পটা ঠিক কেমন? মনোজ শেয়ার করেছিলেন, এক স্পোর্টস ট্রেনার ঝাড়খণ্ড যায় একজনের খোঁজে। সেখানে পুরনো প্রেমিকাকে এক ঝলক দেখে। তার পর তার খোঁজ শুরু করেন। একই সঙ্গে আরও একটা লভ স্টোরি থাকছে গল্পে।

আরও পড়ুন, আমার এক্সাইটমেন্টটা ভেতরেই থাকবে, বলছে জোজো

কিন্তু ছবির নাম ‘তৃতীয় অধ্যায়’ কেন? মনোজের ব্যখ্যা ছিল, ‘‘ছবিতে তিনটে আলাদা চ্যাপ্টার থাকবে। সে জন্যই এই নাম। এটা ছবিটা দেখলে আরও ভাল বোঝা যাবে।’’

‘এক্সপ্রেশনস ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৮’-এ পুরস্কৃত হয়েছেন আরও এক বাঙালি অভিনেত্রী। ‘অন্দরকাহিনি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্রিয়ঙ্কা সরকার।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE