Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Martin Scorsese

প্রযোজক পাচ্ছেন না স্করসেসি

প্রথমে ছবিটি করার কথা ছিল প্যারামাউন্ট পিকচার্সের।

স্করসেসি

স্করসেসি

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২০ ০০:৪৪
Share: Save:

মার্টিন স্করসেসির মতো পরিচালক নাকি প্রযোজক পাচ্ছেন না! ‘দি আইরিশম্যান’-এর পরে আগামী প্রজেক্ট ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন স্করসেসি। ডেভিড গ্র্যানের বই অবলম্বনে তৈরি এই ছবির কাস্টিংও সেরে ফেলেছেন তিনি। রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডিক্যাপ্রিও থাকছেন ছবিতে। এত কিছুর পরেও ছবিটির কাজ এগোতে পারছেন না পরিচালক। তার কারণ অবশ্য উত্তরোত্তর বাজেট বৃদ্ধি।

প্রথমে ছবিটি করার কথা ছিল প্যারামাউন্ট পিকচার্সের। কিন্তু যখন ছবির বাজেট ২০০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায়, তখন প্রযোজনা সংস্থা পিছিয়ে আসে। তার পর স্করসেসি যোগাযোগ করেন নেটফ্লিক্সের সঙ্গে, যারা তাঁর ‘দি আইরিশম্যান’ প্রযোজনা করে। তবে পাশাপাশি হলিউডের অন্যান্য বড় স্টুডিয়োগুলোর সঙ্গেও কথা চালাচ্ছেন পরিচালক। কিন্তু এই প্রথম এমন ঘটছে না। ‘দি আইরিশম্যান’-এর সময়েও বাজেট এতটাই বেড়ে গিয়েছিল যে, প্যারামাউন্ট ছবিটি মাঝপথেই বিক্রি করে দেয় নেটফ্লিক্সকে। স্করসেসি আশা করেছিলেন ছবিটি অস্কারে ভাল ফল করবে, যা বাস্তবে হয়নি। ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এর ভবিষ্যৎ কী, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE