মনীষা কৈরালা: সঞ্জয়ের মা নার্গিস দত্তের ভূমিকায় দেখা যাবে মনীষাকে। রাজকুমার হিরানি জানিয়েছেন, ১৯৮১ সালের পর থেকে সঞ্জয়ের জীবনের নানা অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। তখন নার্গিস প্রয়াত। তাই খুবই ছোট রোলে থাকবেন মনীষা। নার্গিসের চরিত্র নিয়ে নাকি খুবই উৎসাহিত মনীষা। লুক নিয়েও নানা এক্সপেরিমেন্ট করছেন বলেও জানিয়েছেন তিনি।