Meet the five female characters in Rajkumar Hirani's ‘Sanju’ dgtl
URL Copied
বিনোদন
‘সঞ্জু’তে রণবীরের সঙ্গে রয়েছেন এই পাঁচ নায়িকা, কে কোন চরিত্রে জানেন?
নিজস্ব প্রতিবেদন
০২ মে ২০১৮ ০৯:৫১
Advertisement
১ / ৬
Bollywood Celebrities
২ / ৬
মনীষা কৈরালা: সঞ্জয়ের মা নার্গিস দত্তের ভূমিকায় দেখা যাবে মনীষাকে। রাজকুমার হিরানি জানিয়েছেন, ১৯৮১ সালের পর থেকে সঞ্জয়ের জীবনের নানা অধ্যায় ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। তখন নার্গিস প্রয়াত। তাই খুবই ছোট রোলে থাকবেন মনীষা। নার্গিসের চরিত্র নিয়ে নাকি খুবই উৎসাহিত মনীষা। লুক নিয়েও নানা এক্সপেরিমেন্ট করছেন বলেও জানিয়েছেন তিনি।
Advertisement
Advertisement
৩ / ৬
সোনম কপূর: সঞ্জয় দত্তের বান্ধবীর ভূমিকায় দেখা যাবে সোনমকে। বি-টাউনে গুঞ্জন, সঞ্জয়ের এক সময়ের বান্ধবী টিনা মুনিমের চরিত্রে নাকি অভিনয় করবেন সোনম। তবে, হিরানি জানিয়েছেন বিশেষ কারও কথা মাথায় রেখে নাকি এই চরিত্র বাছা হয়নি।
৪ / ৬
অনুষ্কা শর্মা: ছবিতে সাংবাদিক এবং জীবনীকারের ভূমিকায় দেখা যাবে অনুষ্কাকে। গোটা ছবির তিনিই সূত্রধর। রাজকুমার হিরানির কথায়, ‘‘ছবির প্লট ও নানা চরিত্র পড়তে পড়তে সাজিয়ে গল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা লিঙ্কের দরকার ছিল। অনুষ্কাই হল সেই লিঙ্ক।’’
Advertisement
৫ / ৬
দিয়া মির্জা: সঞ্জয় দত্তের তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের ভূমিকায় অভিনয় করবেন দিয়া। প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পরে এক মডেলকে বিয়ে করেছিলেন সঞ্জয়। সেখানেও ছাড়াছাড়ির পর তাঁর জীবনে আসেন মান্যতা। ২০০৮ সালে গোয়াতে মান্যতাকে বিয়ে করেছিলেন সঞ্জয়।
৬ / ৬
করিশ্মা তান্না: প্রথমে শোনা গিয়েছিল, সঞ্জয়-মাধুরীর অফস্ক্রিন প্রেমের কথা মাথায় রেখে মাধুরীর চরিত্রে দেখা যেতে পারে টেলি তারকা করিশ্মাকে। পরে পরিচালক জানান, বায়োপিক থেকে বাদ পড়ছে সঞ্জয়-মাধুরীর প্রেম পর্ব। ছবিতে করিশ্মা আদতে কার চরিত্র ফুটিয়ে তুলবেন সেটা জানতে ছবি মুক্তি অবধি অপেক্ষা করতেই হবে।