Advertisement
১৬ জুলাই ২০২৪
'Madhubala of TikTok'

হুবহু মধুবালার মতো দেখতে এই টিকটক স্টারই এখন নেট দুনিয়ার নয়া সেনসেশন

টিকটক দুনিয়ায় এ রকম ‘হামসকল’–এর খোঁজ নতুন কিছু নয়।

মধুবালা নাকি প্রিয়ঙ্কা!

মধুবালা নাকি প্রিয়ঙ্কা!

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ২০:৪১
Share: Save:

এক ঝলক দেখলে আপনি চমকে উঠবেন! এ তো মধুবালা। যেমন তাকানো, তেমনই হাসি। ‘পুনর্জন্ম’ হয়েছে নাকি তাঁর? মিমিক্রি অ্যাপ টিকটক ইউজার প্রিয়ঙ্কা কাণ্ডওয়ালকে এক নজর দেখলে আপনার ঠিক এমনটাই মনে হতে পারে।

কিছু দিন আগে প্রিয়ঙ্কা তাঁর টিকটক অ্যাকাউন্ট থেকে মধুবালার একটি গান লিপসিঙ্ক করে টিকটকে ছাড়েন। আর মুহূর্তেই তা ভাইরাল। প্রিয়ঙ্কাও রাতারাতি হয়ে গিয়েছেন নেট দুনিয়ার নয়া সেনসেশন।

দেখে নিন প্রিয়ঙ্কার টিকটক ভিডিয়ো-

তাঁর এবং মধুবালার অদ্ভুত সাদৃশ্যে অবাক নেটিজেনরাও। তাঁর টিকটক পোস্টে কেউ লিখেছেন, ‘এ এক অদ্ভুত সাদৃশ্য’।আবার কেউ বা লিখেছেন, ‘বিশ্বাস করতেই মন চাইছে না যে আপনি সত্যিকারের মধুবালা নন।’

অবশ্য টিকটক দুনিয়ায় এ রকম ‘হামসকল’–এর খোঁজ নতুন কিছু নয়। ঐশ্বর্য, কাজল থেকে সলমন খান,প্রায়শই সেলেবদের ‘লুক অ্যালাইক’–এর খোঁজ মেলে সোশ্যাল সাইটে। এবার সেই দলে নাম লেখালেন মধুবালাও!

আরও পড়ুন- বিয়ের পর এই প্রথম সিঁদুর খেললাম: বিপাশা বসু

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE