Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Little Miss Universe 2017

লিটল মিস ইউনিভার্স-এ ভারতের আশা ১২ বছরের পদ্মালয়া

মাত্র ১২ বছরের এক বালিকার সৌন্দর্য নজর কেড়েছে হাজার হাজার মানুষের। ইতিমধ্যে বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাবও জিতেছে সে। এ বার লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে সে।

লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবে পদ্মালয়া নন্দা।

লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবে পদ্মালয়া নন্দা।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ মে ২০১৭ ১২:১৯
Share: Save:

মাত্র ১২ বছরের এক বালিকার সৌন্দর্য নজর কেড়েছে হাজার হাজার মানুষের। ইতিমধ্যে বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় খেতাবও জিতেছে সে। এ বার লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে সে। নাম পদ্মালয়া নন্দা। ওড়িশার কটকের বাসিন্দা এই বালিকা স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। মেধাবী ছাত্রী পদ্মালয়ার ছোট থেকেই লেখাপড়ার পাশাপাশি মডেলিং আর ফ্যাশন ডিজাইনিং-এর শখ। ছোটবেলা থেকেই বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয় সে।

আরও পড়ুন- স্বস্তিকা এটাও করেন, জানতেন?

এর আগে কেরলের কোঝিকোড়ে ‘জুনিয়র মডেল ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেছে পদ্মালয়া। ওই প্রতিযোগিতায় খেতাবও জিতেছে। এ ছাড়াও বেস্ট প্রি-টিন জেএমআই (পিপল্‌স চয়েস), বেস্ট প্রি-টিন জেএমআই (চয়েস অব জুরি)-এর মতো একাধিক প্রতিযোগিতায় জয়ী পদ্মালয়া এ বার লিটল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। জর্জিয়ার বাতুমিতে ওই প্রতিযোগিতায় অংশ নেবে বিশ্বের আরও ১৬ টি দেশের প্রতিযোগীরা।

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে পদ্মালয়া।

জর্জিয়া যাওয়ার আগে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করে পদ্মালয়া।

পদ্মালয়ার বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রসন্নকুমার নন্দা। মা সুভাসুন্ধা প্রিয়দর্শিনী, পেশায় চিকিৎসক। তা সত্ত্বেও মেয়ের মডেলিংকে সমর্থন এবং উৎসাহ দিতে খামতি করেননি তাঁরা। মেয়ের এই সাফল্যে খুশি তাঁরাও। লিটল মিস ইউনিভার্স-এ মেয়ের সাফল্য চাইছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE