গত সপ্তাহেও চতুর্থ স্থানে ছিল ‘সর্বজয়া’। প্রতি বারের মতোই দেবশ্রী রায় ছড়িয়ে দিয়েছিলেন তাঁর অভিনয়ের জাদু। চলতি সপ্তাহে একটু যেন বেসুরো সেই সুর। রেটিং তালিকায় পঞ্চম স্থানে নেমে এসেছে ধারাবাহিক! চিত্রনাট্য অনুযায়ী, ঘরোয়া সর্বজয়া আগের তুলনায় বাণিজ্য, প্রযুক্তি সবেতেই একটু একটু করে চৌখস হচ্ছে। তবু নম্বরের হিসেব বলছে, এক ঝটকায় অনেকটাই নেমে এসেছে সে। প্রাপ্ত নম্বর ৭.৯।
তবে এ সপ্তাহেও নিজের জায়গা থেকে একচুল নড়েনি ‘খুকুমণি’। দাপটের সঙ্গে তার ‘রাজপুত্তুর’ বিহানকে সামলাচ্ছে। কোমর বেঁধে রাঁধছে। একের পর এক নিত্যনতুন পদে চমকে দিচ্ছে সবাইকে। বিহানের বিয়ের যাবতীয় অনুষ্ঠানের তদারকিও করছে। বিহান এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে রাজি নয় খুকুমণিকে। শেষ পর্যন্ত বিয়েটা কি তার সঙ্গেই হবে? সব মিলিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাওয়া নতুন স্বাদের গল্পে দর্শক বিভোর। ফলাফল, ৯.৩ পেয়ে এ বারও তৃতীয় স্থানে ধারাবাহিক। তার সঙ্গী ‘উমা’। সেখানেও চলছে বিয়ের পর্ব। অভি কাকে বিয়ে করবে? উমা না আলিয়াকে? এই ধাঁধায় আটকে দর্শকমন। এই ধারাবাহিকও পেয়েছে ৯.৩ নম্বর।