Advertisement
E-Paper

বিগ বি-র মনোশশী

এর আগে রুপোলি পর্দায় জীবনের লাভ-লোকসানের হিসেবটা বেশ ভালমতোই অমিতাভ বচ্চনকে বুঝিয়ে দিয়েছিলেন শশী কপূর। এক গাল হেসে জানিয়েছিলেন, “মেরে পাস মা হ্যায়!” আর এ বার তো বাস্তব জীবনেও সেই সুযোগ চলে এসেছে। বলতেই পারেন কপূর সাহেব, “মেরে পাস দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ভি হ্যায়!”

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৫ ১৯:৪৫

এর আগে রুপোলি পর্দায় জীবনের লাভ-লোকসানের হিসেবটা বেশ ভালমতোই অমিতাভ বচ্চনকে বুঝিয়ে দিয়েছিলেন শশী কপূর। এক গাল হেসে জানিয়েছিলেন, “মেরে পাস মা হ্যায়!” আর এ বার তো বাস্তব জীবনেও সেই সুযোগ চলে এসেছে। বলতেই পারেন কপূর সাহেব, “মেরে পাস দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ভি হ্যায়!” ভেবে দেখলে এই খুনসুটির সিলসিলাও তো আর দুই তারার জীবনে নতুন কিছু নয়। ‘দো অউর দো পাঁচ’, ‘কভি কভি’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘ত্রিশূল’, ‘শান’— অনেক ছবিতেই কখনও একে অপরের পাশে থেকেছেন তাঁরা, কখনও বা টেক্কা দিয়ে ছাপিয়ে যেতে চেয়েছেন অন্যজনকে। তা, এ বারের হিসেবটা কী ভাবে নিচ্ছেন বিগ বি? দরাজ গলায় এর মধ্যেই তো জানিয়ে দিয়েছেন তিনি, শশী কপূর এই সম্মানের যোগ্যতম ব্যক্তি। তবে দুই তারার সাত-পাঁচ কথা এখানেই শেষ হচ্ছে না। শশী কপূরকে নিয়ে অনেক অজানা কথাই এ বার সবার সামনে ফাঁস করবেন বিগ বি। আগামী মাসে দিল্লির দাদাসাহেব ফালকে পুরস্কারের সভায়। সেখানে কী বলতে পারেন বিগ বি? অপেক্ষায় ক্ষতি কী! দুই তারার গোপন কথার ‘দিওয়ার’ তো ভাঙল বলে!

Shashi Kapoor Dada Saheb Phalke Amitabh Bachchan Do Aur Do Paanch Kabhie Kabhie Kaala Patthar Silsila
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy