সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে স্থগিত। তার পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি ক্রিকেটতারকা স্মৃতি মন্ধানাকে। এ বার নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন স্মৃতি। সেখানেই ক্রিকেটতারকাকে দেখে কৌতূহলী অনুরাগীরা। অন্য দিকে সম্প্রতি প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হতে দেখা গিয়েছে পলাশকে। এর মাঝেই বিয়ে নিয়ে কোন ইঙ্গিত দিলেন স্মৃতি?
আরও পড়ুন:
নভেম্বরে ভারতীয় মহিলা ক্রিকেটদল প্রথম বার বিশ্বকাপ জিতেছে। সেই মাসের ২৩ তারিখে পলাশের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল ক্রিকেটদলের সহ-অধিনায়ক স্মৃতির সঙ্গে। কিন্তু বিয়ের দিন সকালেই ভেস্তে যায় সব। এর পরে প্রায় ১১ দিন পার করে অবশেষে প্রকাশ্যে এলেন স্মৃতি। শুক্রবার তাঁর পোস্টে সাদা পোশাকে দেখা গেল ক্রিকেটতারকাকে। বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের আগের অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছেন। সেই ভিডিয়োতেই ক্রিকেটতারকার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ করেন তাঁর অনুরাগীরা।
স্মৃতির কণ্ঠস্বর বেশ ভাঙা! অনেকেরই দাবি, বিয়ে নিয়ে এত কাণ্ড ঘটে যাওয়ার ধকল যেন স্মৃতির চোখেমুখে স্পষ্ট। শুধু তা-ই নয়, স্মৃতির অনামিকা ফাঁকা। যে আঙুলে হীরের আংটি পরিয়ে দিয়েছিলেন পলাশ, সেখানে কোনও আংটি দেখা যাচ্ছে না আর। অনেকেরই ধারণা, এই ভিডিয়োর মাধ্যমেই হয়তো তাঁর ও পলাশের বিয়ে নিয়ে স্মৃতি স্পষ্ট ইঙ্গিত দিতে চেয়েছেন। আবার অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন, ভিডিয়োটি বাগ্দানপর্ব সারার আগে শুট করা নয়তো! যদিও সেই উত্তর অজানা।