Advertisement
E-Paper

#মিটু বিতর্ক: ১ টাকা ক্ষতিপূরণে সম্মান চান অলোক

অলোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন বিনতা। অন্ধেরীর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে অলোক এবং তাঁর স্ত্রী আশু আজ জানিয়েছেন, প্রচার পাওয়ার উদ্দেশে ‘#মিটু’ আন্দোলনকে ব্যবহার করা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ০৫:৩৩
অলোক নাথ।

অলোক নাথ।

আইনি পদক্ষেপের হুমকি আগেই দিয়েছিলেন। আজ স্ত্রীকে সঙ্গে নিয়ে লেখিকা-পরিচালিকা বিনতা নন্দার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন অভিনেতা অলোক নাথ।

অলোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন বিনতা। অন্ধেরীর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে অলোক এবং তাঁর স্ত্রী আশু আজ জানিয়েছেন, প্রচার পাওয়ার উদ্দেশে ‘#মিটু’ আন্দোলনকে ব্যবহার করা হচ্ছে। বিনতার অভিযোগ খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দেওয়া হোক। অলোকের আইনজীবী অশোক সারোগি একটি চ্যানেলকে বলেন, ‘‘আমরা টাকাপয়সা চাই না। মাত্র ১ টাকা ক্ষতিপূরণ চাইব।’’ ঘটনাচক্রে, একাধিক ছবিতে অলোকের সহশিল্পী হিমানী শিবপুরী বলেছেন, ‘‘অলোক যেন ডক্টর জেকিল এবং মিস্টার হাইড। দিনের বেলায় শুটিংয়ের সময়ে স্বাভাবিক। মদ খেলেই পাল্টে যান।’’

যৌন হেনস্থার মামলায় নানা পাটেকর, গণেশ আচার্য-সহ চার জনের নার্কো অ্যানালিসিস, ব্রেন ম্যাপিং ও লাই ডিটেক্টর টেস্টের আর্জি জানিয়ে আজই ওশিওয়াড়া থানায় আর্জি জানিয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এ দিকে, স্রোতের কিছুটা উল্টো পথে হেঁটেছেন সুজান খান এবং রিচা দুবে। প্রথম জন হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী, দ্বিতীয় জনের প্রাক্তন স্বামী পরিচালক বিকাশ বহেল। যাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন কঙ্গনা রানাউত। বিকাশের সঙ্গে কাজ করা নিয়ে ইতিমধ্যেই আপত্তি জানিয়েছেন হৃতিক।

কিন্তু সুজান একটি অনুষ্ঠানে ‘#মিটু’ নিয়ে প্রশ্নের উত্তরে বলেছেন, ‘‘আমার মনে হচ্ছে, এর মধ্যে অনেক ভণ্ডামি, মিথ্যে অভিযোগ আর পাগলামি রয়েছে। সোশ্যাল প্ল্যাটফর্মের অপব্যবহার করা অনুচিত। আইনি তথ্যপ্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ আনা ঠিক নয়।’’ রিচা আবার বিকাশের বিরুদ্ধে কঙ্গনার অভিযোগের ‘খামতিগুলো’ টুইটারে তালিকা করে সাজিয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ২০১৫ সালে (‘কুইন’ তৈরির পরে) নীনা গুপ্তর মেয়ে মাসাবার বিয়েতে কঙ্গনা ও বিকাশ একসঙ্গে নেচেছিলেন। কঙ্গনা কেন এক জন ‘নোংরা’ লোকের সঙ্গে নাচলেন? কেন তিনি আগে মুখ খোলেননি? বিকাশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মেসেজ চালাচালি চলত কঙ্গনার। রিচার প্রশ্ন, ‘‘লোকটা ভাল কাজ করে বলেই নিজের স্বার্থে কেন তার সঙ্গে যোগাযোগ রেখে যাব?’’

যৌন হেনস্থায় অভিযুক্ত পরিচালক সাজিদ খান এবং নানা পাটেকর সরে দাঁড়ানোর পরে আগামিকাল নতুন পরিচালকের দায়িত্বে ফের শুটিং শুরু হচ্ছে ‘হাউসফুল-৪’ ছবির। পরিচালক ফারহাদ সমজি ‘হাউসফুল-৩’-এর দুই পরিচালকের অন্যতম ছিলেন। সাজিদ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কিরণ খের আজ বলেন, ‘‘আমি ওঁকে বহু দিন চিনি। আমার সঙ্গে এমন কিছু ঘটেনি। সাজিদ এবং সংশ্লিষ্ট মহিলারাই বলতে পারবেন অভিযোগ সত্যি কি না।’’ কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে প্রতিটি প্রতিষ্ঠানে ‘বিশাখা নির্দেশিকা’ প্রয়োগে জোর দেন কিরণ। মন্ত্রী এম জে আকবরের কথা উঠলে তিনি বলেন, ‘‘মেনকা গাঁধী অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গঠনের কথা বলেছেন। আশা করা যায়, দু’পক্ষই নিজেদের বক্তব্য জানাতে পারবে।’’

মহিলাদের প্রাপ্য সম্মান দেওয়ার পক্ষে মুখ খুলেছেন অভিনেতা ভিকি কৌশল, মালাইকা অরোরা এবং চিত্রাঙ্গদা সিংহ। সাজিদের সঙ্গে একাধিক ছবিতে কাজ করা মালাইকা বলেন, ‘‘একসঙ্গে কাজ করেছি বলেই কাউকে নিশানা করতে হবে, এমন কোনও কথা নেই। আমি নিশ্চিত, আইন নিজের পথে চলবে।’’ কর্মক্ষেত্রে যৌন হেনস্থার প্রতিবাদে খোলা চিঠি লিখেছেন বিজ্ঞাপন, সংবাদমাধ্যম ও ডিজাইনিং জগতের শীর্ষ কর্ত্রীরা। এই জগতের পরিচিত মুখ সুহেল শেঠের বিরুদ্ধে সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন অন্তত চার জন মহিলা।

MeToo Alok Nath Compensation Scandal Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy