পর্ন স্টার মিয়া খলিফাকে প্রাণনাশের হুমকি দিল আইসিস। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই দাবি করেছেন মিয়া। দ্য স্পোর্ট জানকিসকে মিয়া জানিয়েছেন, তাঁর একটি ছবি বিকৃত করে তাঁকে পাঠানো হয়েছে। তাঁর কথায়, ‘‘আইসিস-এর হুমকিতে আমি ভয় পাইনি। আমি চিন্তিত হলেও তা বাইরে প্রকাশ করতে চাই না। কারণ দুর্বলতা বাইরে প্রকাশ করা উচিত নয়।’’
দেখুন, অন্তঃসত্ত্বা এষার বিয়ের ছবি
লেবানন বংশোদ্ভূত মিয়া খলিফা পর্ন ইন্ডাস্ট্রিতে প্রথম সারির তারকা। বিশ্ব জুড়ে তিনি যথেষ্ট জনপ্রিয়। নিজের মতো করে জীবন কাটাতে পছন্দ করেন। আর এতেই নাকি আপত্তি আইসিসের।
আরও পড়ুন, বলিউডের দীর্ঘতম চুমু খেলেন সিদ্বার্থ-জ্যাকলিন!
মেট্রো ডট কো ডট ইউকে-এর খবর অনুযায়ী, ইসলামের অবমাননার অভিযোগ তুলে হুমকি দেওয়া হয়েছে মিয়া খলিফাকে। যদিও এই হুমকির পর পুলিশের কাছে মিয়া অভিযোগ জানিয়েছেন কিনা তা স্পষ্ট নয়।