Advertisement
২৮ সেপ্টেম্বর ২০২৩
Miley Cyrus

বয়ফেন্ড লিয়ামের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন মাইলি সাইরাস

সেই জল্পনার অবসান ঘটল দীর্ঘ ছয় বছর পর। অবশেষে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর লিয়ামকে বিয়ে করলেন তিনি।

লিয়ামের সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় মিলে সাইরাস। ছবি সাইরাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

লিয়ামের সঙ্গে আলিঙ্গনরত অবস্থায় মিলে সাইরাস। ছবি সাইরাসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৫
Share: Save:

তাঁর গানের জাদুতে বিশ্ব পাগল। সঙ্গীতপ্রেমী কিশোর-কিশোরীদের কাছে তিনি আইডলও বটেন। তাঁর স্পষ্ট কথাতে আকৃষ্ট না হয়ে পারা যায় না। তিনি তরুণ গায়িকা মাইলি সাইরাস। ভক্তদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ের খবর তিনি জানালেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাঁর পোস্ট করা সেই বিয়ের ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল।
২০১২ সালে নিজের বয়ফ্রেন্ড লিয়াম হেমসওর্থের সঙ্গে এনগেজমেন্ট হয়েছিল গায়িকা মাইলি সাইরাসের। তারপর থেকেই তাঁর বিয়ে নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদের খবরও ছড়িয়ে ছিল বাজারে। কিন্তু তাঁদের প্রেমে ছেদ পড়েনি।

সেই জল্পনার অবসান ঘটল দীর্ঘ ছয় বছর পর। অবশেষে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর লিয়ামকে বিয়ে করলেন তিনি।

10 years later .....

A post shared by Miley Cyrus (@mileycyrus) on

আরও পড়ুন: ‘বাল ঠাকরে’ নওয়াজকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ

গতকাল, বৃহস্পতিবার নিজেদের বিয়ের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। তার পর থেকে আলিঙ্গনরত সাইরাস-লিয়ামের ছবি ভাইরাল নেট দুনিয়ায়। প্রায় ৭০ লক্ষ মানুষ লাইক করেছেন তাঁদের ছবিতে।

This is probably our one - millionth kiss ....

A post shared by Miley Cyrus (@mileycyrus) on

আরও পড়ুন: বিকিনি আর স্বল্পবাসে সায়ন্তনী, বললেন, ‘কোনও ছুঁৎমার্গ নেই’

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরবিনোদনের সব খবরবিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE