Advertisement
E-Paper

মায়ের অনুপ্রেরণায় ‘আয়রনম্যান’

তিনি চমকে দিয়েছেন বটে! দুনিয়ার কঠিনতম ট্রায়াথলন ‘আয়রনম্যান’ শেষ করেছেন তিনি। কিন্তু পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন স্পোর্টসম্যানশিপের রহস্য কী? মিলিন্দ সোমান বলেছেন তাঁর মায়ের কথা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০০:০১

তিনি চমকে দিয়েছেন বটে! দুনিয়ার কঠিনতম ট্রায়াথলন ‘আয়রনম্যান’ শেষ করেছেন তিনি। কিন্তু পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন স্পোর্টসম্যানশিপের রহস্য কী?

মিলিন্দ সোমান বলেছেন তাঁর মায়ের কথা। খেলাধুলোকে সিরিয়াসলি নিতে যে তাঁর মা-ই তাঁকে বল‌েছিলেন, সটান জানিয়ে দিচ্ছেন এক সময়ের নামকরা এই মডেল। বায়ো-কেমিস্ট্রির শিক্ষিকা ছিলেন মিলিন্দের মা। অবসর নেওয়ার পর ট্রেকিং শুরু করেন।

মিলিন্দ জানাচ্ছেন, ৫০তম জন্মদিন স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী কিছু একটা করার কথা ভেবেছিলেন। ব্যক্তিগত ভাবে সাইকেল চালানো পছন্দ করেন না ঠিকই, কিন্তু ট্রায়াথলনের কথা শোনার পর পছন্দ-অপছন্দের ধার ধারেননি।

সিরিয়াল ‘সি হকস’-এ প্রথম সকলের নজরে আসেন মিলিন্দ। ‘১৬ ডিসেম্বর’, ‘ভেজা ফ্রাই’-এর মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ‘বাজিরাও মস্তানি’-র মতো বিগ বাজেট ছবিতেও দেখা যাবে মিলিন্দ সোমানকে।

Milind Soman Ironman 16 December Bheja Fry Bajirao Mastani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy