একে অপরকে ‘বোনুয়া’ বলে সম্বোধন করতেন তাঁরা। টলিপাড়া থেকে রাজনীতির ক্ষেত্র, দু’জনকে একসঙ্গেই দেখা যেত সব সময়ে। এই দুই সাংসদ-অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান। বন্ধুত্বের নিদর্শন তৈরি করেছিলেন তাঁরা। মাঝে তাঁদের সম্পর্ক নিয়ে নানা কথাবার্তা শোনা গেলেও তাঁদের বন্ধুত্ব আদপে আগের মতোই রয়েছে। অটুট রয়েছে তাঁদের জুটি।
বৃহস্পতিবার পুত্রসন্তানের জন্ম দিলেন নুসরত। আনন্দ ধরে রাখতে পারলেন না মিমি। সামনাসামনি গিয়ে দেখা করার পরিস্থিতি এখন নেই। তাই নেটমাধ্যমেই আপাতত সেই কাজ সারতে হল ‘পুপে’-কে। টুইট করে লিখলেন, ‘শুভেচ্ছা নুসরত। ইচ্ছে করছে সামনে গিয়ে জড়িয়ে ধরি তোমায়। প্রচুর ভালবাসা এবং আলিঙ্গন পাঠালাম।’