Advertisement
E-Paper

‘টুম্পা সোনা’-কে জাপটে ধরে হাম্পি মীরের

তাঁর পেয়ারের টুম্পা সোনাকে হাম্পি দিতে দেখা গেল মীরকে। আর টুম্পা সোনা? তিনি যে আদর খেতে ব্যস্ত।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২১ ১৯:১৮
‘টুম্পা সোনা’-কে চুম্বন মীরের

‘টুম্পা সোনা’-কে চুম্বন মীরের

চাঁদনি রাতে ডিনার ডেটে পোচ মামলেট খেতে ব্যস্ত মীর আফসার আলি। তাঁদের রোমান্টিক মুহূর্তের দু’এক টুকরোর স্বাদ পেলেন নেটাগরিকরা। তাঁর পেয়ারের টুম্পা সোনাকে হাম্পি দিতে দেখা গেল মীরকে। আর টুম্পা সোনা? তিনি যে আদর খেতে ব্যস্ত। আজকের সম্পর্ক নাকি তাঁদের!

মীর ও তাঁর ‘হারা-মীর হাতবাক্স’ সায়ন। তাঁদের প্রেমের উদাহরণ মিলল মীরেরই সোশ্যাল মিডিয়ায়। ‘টুম্পা’ খ্যাত অভিনেতা ও প্রাক্তন আরজে সায়ন ঘোষের গালে চুমু খাচ্ছেন কমেডিয়ান ও অভিনেতা মীর আফসার আলি। ছবি পোস্ট করলেন মীর। কিন্তু মীর বলে কথা। কেবল একটা ছবি পোস্ট করেই তো তাঁর কাজ সারা হয়ে যায় না! ক্যাপশনের আকর্ষণেও তাঁর অনুগামীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।

ছবির ক্যাপশনে মীর ‘টুম্পা’ গানের একটি লাইন তুলে ধরলেন। লিখলেন, ‘ও টুম্পা সোনা দু’টো হাম্পি দে না। হারা-মীর হাতবাক্স সায়নের সঙ্গে শ্যুটের মজা নিচ্ছি’।

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

ছবির কমেন্টে জানা গেল আরও কিছু তথ্য। অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখলেন, ‘সায়নকে বলো, আমি তাঁর বড়ো ফ্যান। টুম্পা সোনা আমার নতুন মন্ত্র। আর তোমার চুলটা তো হেব্বি লাগছে’। উত্তরে মীর জানালেন, সায়নও স্বস্তিকাকে খুব ভালবাসেন। বড় ফ্যানও বটে। এই ভালবাসা দু’তরফেই। আর সায়নের সঙ্গে শ্যুট করার অভিজ্ঞতার কথাও লিখলেন মীর। সায়নের সঙ্গে শ্যুট করা এতটাই মজাদার যে, মীরের পক্ষে তাঁর সংলাপ মনে রাখাটা বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছিল। মীরের কথায়, ‘সারাক্ষণ ভাট বকে চলেছে। ভয়ঙ্কর হাস্যকর!’ তার উত্তরে স্বস্তিকা জানালেন, টুম্পার প্রতি তাঁর প্রেমটাও প্রকৃত প্রেম!

সায়নকে নিয়ে মীর ও স্বস্তিকার কথোপকথন

কীসের শ্যুট চলছে?

সায়ন ঘোষের সঙ্গে কথা বলে জানা গেল, একটি স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করছেন সায়ন ও মীর। এক দিনেই শ্যুট হয়ে গিয়েছে। ছবির নাম, ‘চেজ’। ‘বাইসাইকেল থিফ’ ও ‘অরণ্যদেব’ ছবির পরিচালক দেবাশিস সেনশর্মা এই ছবির পরিচালনা করছেন।

আরও পড়ুন: ‘রাসমণি’ মেগাতে বাল্য বিবাহ, কী ভাবে ন্যায্য প্রমাণ করবেন নির্মাতারা?

প্রসঙ্গত, মীর ও সায়নের সম্পর্ক আজকের নয়। ছোটবেলা থেকে সায়নের বিভিন্ন কাজের পাশে থেকেছেন মীর। এর আগে ‘যদি বলো হ্যাঁ’ এবং ‘ক খ গ’ ছবিতে অভিনয় করেছেন তাঁরা দু’জনে।

আরও পড়ুন: পর্দায় একসঙ্গে উড়বেন হৃতিক-দীপিকা, আসছে ফাইটার

Mir Afsar Ali Sayan Ghosh Swastika Mukherjee Tumpa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy