Advertisement
E-Paper

শৌখিন জামাকাপড় পরলেই মডেলিং হয় না

সম্ভ্রান্ত ব্যক্তিত্ব। স্টাইলবোধ। আত্মবিশ্বাস। সৃজনশীলতা। সফল মডেল হওয়ার পরামর্শ দিলেন লিজা হেডন। শুনলেন নাসরিন খানসুপারমডেল হতে গেলে কী কী লাগে? কিংবা ভারতের সুন্দরী প্রতিযোগিতায় অন্যতম হয়ে উঠতে গেলে কী ধরনের যোগ্যতা থাকা জরুরি? সুপারমডেল এবং অভিনেত্রী লিজা হেডন নিজে একজন সফল মডেল এবং অভিনেত্রী। তাঁর মতে ফিট থাকাটাই হচ্ছে আসল চাবিকাঠি। মডেলিংকে এখন অনেক মেয়েই কেরিয়ার হিসেবে নিতে চান।

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০০:০৩

সুপারমডেল হতে গেলে কী কী লাগে?
কিংবা ভারতের সুন্দরী প্রতিযোগিতায় অন্যতম হয়ে উঠতে গেলে কী ধরনের যোগ্যতা থাকা জরুরি?
সুপারমডেল এবং অভিনেত্রী লিজা হেডন নিজে একজন সফল মডেল এবং অভিনেত্রী। তাঁর মতে ফিট থাকাটাই হচ্ছে আসল চাবিকাঠি। মডেলিংকে এখন অনেক মেয়েই কেরিয়ার হিসেবে নিতে চান। লিজা মনে করেন একজন মডেলকে ভাল খেতে হবে, ভাল ঘুমোতে হবে আর যথাযথ ব্যায়াম করতে হবে। সফল মডেল হয়ে ওঠার পেছনে এগুলোই কিন্তু আসল গ্রুমিং টিপস।
লিজা নিজে বাইরে প্রচুর দৌড়ান। তিনি মনে করেন জিমে ওয়ার্ক আউট করাটা একটা সময়ের পরে খুব একঘেয়ে হয়ে যায়। বাইরে দৌড়লে একঘেয়েমিটা যেমন কাটে, তেমনই বাস্তব পৃথিবীর সঙ্গে যোগাযোগটাও ভাল হয়।
লিজা নিজে মনে করেন মডেলিং অভিনয়ের চেয়ে বেশি মজার। তাঁর কাছে একজন বিখ্যাত অভিনেত্রী হওয়ার চাইতে মডেলিংটা অনেক ভাল। কিন্তু কেন? মডেলরা দারুণ মজায় থাকেন। ওঁদের মধ্যে প্রতিযোগিতা আছে। কিন্তু অভিনেতাদের যে সব দায়িত্ব কাঁধে নিতে হয় এবং তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা যে ভাবে আক্রান্ত হয়, সেই চাপটা এক জন মডেলকে নিতে হয় না। মডেলেরা খুব ভাল টাকাকড়ি পান, সারা পৃথিবী ঘুরে বেড়ান, নাম, যশ, জনপ্রিয়তা উপভোগ করেন কিন্তু সে সবের মধ্যে ডুবে যান না। তাই লিজা মনে করেন একজন মডেল হওয়ার ক্ষতিকর দিক কিছু নেই বললেই চলে। মডেলিং করলে অন্য আরও সব কাজের রাস্তাও খুলে যায়। যেমন কোরিওগ্রাফি, গ্রুমিং এক্সপার্ট হওয়ার কাজ আর সিনেমায় অভিনয় তো আছেই।

চড়া আলোয় কাজ করতে হয় মডেলদের। মেক আপ, চুলের স্টাইলিং প্রডাক্ট অনেক বেশি ব্যবহার করতে হয়। এতে চুল আর ত্বক নষ্ট হয়ে যেতে পারে। কী ভাবে নিজেকে রক্ষা করবেন মডেলরা এই সব ক্ষয়ক্ষতি থেকে? নিজের ভেতরকার সৌন্দর্যের প্রতি মনোযোগ দিতে বলছেন লিজা। তাঁর মতে, স্বাভাবিক সৌন্দর্যকে জাগিয়ে তুলতে হবে। স্যুট না থাকলে মেক আপ না ব্যবহার করাই ভাল।

মডেলরা তো এমনিতেই সুন্দরী। তাই সব সময় তাঁদের সাজগোজ করার দরকার নেই। শুধু ত্বকের যত্ন নেওয়া বেশি প্রয়োজন। পার্টিতে গেলে মিছিমিছি হাই হিল পরারও দরকার নেই। মডেলরা তো এমনিতেই লম্বা। পা আর কোমরকে বিশ্রাম দিলে ভাল।

এমটিভির ‘ইন্ডিয়াজ নেক্সট টপ মডেল’ শোয়ের বিচারক হতে চলেছেন লিজা হেডেন। শোয়ের শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। ভারতের নানা প্রান্ত থেকে পনেরো জন প্রতিযোগী এই শোয়ের জন্য নির্বাচিত হয়েছেন। এদের মধ্যে কে হতে পারেন সেরা মডেল? লিজা বললেন, ‘‘আমরা খুঁজছি এমন একজনকে, যাঁর নিজস্ব সেন্স অব স্টাইল আছে। আছে ক্যামেরার সামনে দাঁড়াবার যোগ্যতা এবং আত্মবিশ্বাস। কিছুটা অভিনয়ও জানতে হবে। কারণ মডেলদের মাঝে মাঝে কোনও সংলাপ না বলেই পুরো একটা গল্প বলতে হয়।’’

তবে মডেলিং পেশা হিসেবে খুব সিরিয়াস। সুন্দর চেহারা হলেই হয় না। মডেলদের ব্যক্তিত্ব এমন হবে যা দিয়ে যে কোনও নামীদামি পণ্যের ব্র্যান্ড তৈরি হয়। যে কোনও পণ্যের বিজ্ঞাপনের জন্য তাই বেশির ভাগই নতুন মুখ খোঁজা হয়। একটা পণ্যকে মডেলরা যে ব্যক্তিত্ব দিয়ে মেলে ধরেন, তার পেছনে তাঁদের নিজস্ব সৃজনশীলতাও থাকে। ‘‘কারা ডেলেভিনির মতো মডেলরা এখন সোশ্যাল মিডিয়ার সেলিব্রিটি। তাঁদের ফ্যান ফলোয়িংও প্রচুর,’’ মনে করালেন লিজা।

তাই সফল মডেল হতে গেলে দরকার উচ্চতা, সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, স্টাইলবোধ, চনমনে ভাব, আত্মবিশ্বাস আর সৃজনশীলতা। শুধু শৌখিন জামাকাপড় পরে দাঁড়িয়ে থাকলেই মডেলিং হয় না।
‘‘মডেলদের মধ্যে একটা স্বতন্ত্রতা থাকতে হবে। সব টপ মডেলের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে, যা তাদের কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায়। নিজেকে মেলে ধরার মধ্যে এতটুকু একঘেয়েমি থাকলে চলবে না,’’ বলছেন লিজা।

মডেলিং অভিনয়ের চেয়ে বেশি মজার

১) ফিট থাকাটাই হচ্ছে আসল চাবিকাঠি

২) ভাল খেতে হবে, ভাল ঘুমোতে হবে আর যথাযথ ব্যায়াম করতে হবে

৩) বাইরে দৌড়লে একঘেয়েমিটা যেমন কাটে তেমন বাস্তব পৃথিবীর সঙ্গে যোগাযোগটাও ভাল হয়

৪) স্যুট না থাকলে মেক আপ না ব্যবহার করাই ভাল

৫) পার্টিতে গেলে মিছিমিছি হাই হিল পরারও দরকার নেই

৬) সফল মডেল হতে গেলে চাই নিজস্ব ব্যক্তিত্ব

৭) সেন্স অব স্টাইল, ক্যামেরার সামনে দাঁড়াবার যোগ্যতা এবং আত্মবিশ্বাস

৮) কিছুটা অভিনয়ও জানতে হবে

৯) একটা স্বতন্ত্রতা থাকতে হবে

১০) নিজেকে মেলে ধরার মধ্যে একঘেয়েমি থাকলে চলবে না

সংক্ষেপে মডেলিং

মডেলিং করলে অন্য আরও সব কাজের রাস্তাও খুলে যায়। যেমন কোরিওগ্রাফি, গ্রুমিং এক্সপার্ট হওয়ার কাজ আর সিনেমায় অভিনয় তো আছেই

সফল মডেল হতে গেলে দরকার উচ্চতা, সম্ভ্রান্ত ব্যক্তিত্ব, স্টাইলবোধ, চনমনে ভাব, আত্মবিশ্বাস আর সৃজনশীলতা

ছবি: টুইটার।

modeling tips from Lisa Haydon lisa haydon modeling tips lisa haydon suggestion nasreen khan ananda plus latest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy