পুজো কাটতে না কাটতেই ভিয়েতনাম পাড়ি দিয়েছেন মনামি ঘোষ। শহুরে ব্যস্ততা থেকে বহুদূরে নিজের জন্য সময় বার করে নিয়েছেন তিনি। কখনও লাও-কাই রেল স্টেশনে আবার কখনও বা সাপা-তে জমিয়ে সময় কাটাচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তাঁর ট্রাভেল ডায়েরি। কখনও হোটেলের সুইমিং পুলে সুইমসুটে রিল্যাক্স করতে দেখা গিয়েছে তাঁকে আবার কখনও বা ভিয়েতনামি খাবারের স্বাদ নিতে দেখা গিয়েছে তাঁকে।
শুধু তাই নয়, নৌকা ভ্রমণও করেছেন তিনি। নিজের খেয়ালে ভেসে চলেছেন তিনি। দু’পাশে সবুজ পাহাড়, ঠিক যেন রূপকথা।