Advertisement
E-Paper

সমপ্রেম ফুটে উঠল পর্দায়, সৌজন্যে অনুষ্কা-মনিকা

সমকামীতা বা সমপ্রেম নিয়ে প্রশ্নগুলো সহজ হয়নি। অতএব মানুষের নাক সিঁটকানো বা ভুরু কুচকানো থাকাটাই স্বাভাবিক। বহু দেশে এ ‘প্রেম’এর বিরুদ্ধে মুখর। ভারত তাদের মধ্যে অন্যতম। আইন অনুযায়ী এখনও অপরাধের আওতাতেই রয়ে গেছে সমলিঙ্গীয় যৌনতা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৬ ১০:৫৬
সেই গানের একটি দৃশ্য।

সেই গানের একটি দৃশ্য।

সমকামীতা বা সমপ্রেম নিয়ে প্রশ্নগুলো সহজ হয়নি। অতএব মানুষের নাক সিঁটকানো বা ভুরু কুচকানো থাকাটাই স্বাভাবিক। বহু দেশে এ ‘প্রেম’এর বিরুদ্ধে মুখর। ভারত তাদের মধ্যে অন্যতম। আইন অনুযায়ী এখনও অপরাধের আওতাতেই রয়ে গেছে সমলিঙ্গীয় যৌনতা। প্রেম নিয়ে কথা বলা যেতে পারে তবে সমপ্রেমে ‘ট্যাবু’ অব্যাহত। এল়জিবিটির মহামিছিলগুলোয় পা মিলিয়েছেন প্রচুর, তবে লাভ হয়নি কিছুই।

এ হেন এক পরিস্থিতিতে একটি সাহসী সমপ্রেমের ‘ভিডিও’ সত্যিই ব্যতিক্রম।

এক মিউ়জিক ভিডিও।‘লে ইউ ডাউন’। সিঙ্গলটি তৈরি করেছেন ডি জে নানক৷ পর্দায় দুই গায়িকা অনুষ্কা মানচন্দা ও মনিকা ডোগরা৷

অনুষ্কা হিন্দি, তেলুগু এবং তামিল এই তিন ভাষাতেই বেশ কয়েকটি গান গেয়েছেন, এবং এখন তিনি বেশ জনপ্রিয়ও বটে। অন্যদিকে মনিকা, ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি গায়িকা, তবে পর্দাতেও তিনি যথেষ্ট স্বচ্ছন্দ। অভিনয় করেছেন ‘রক অন’ এবং ‘ধোবি ঘাট’এ। ‘দ্য স্টেজ’, এক মিউজিক রিয়েলেটি শো’এর বিচারকও তিনি। এই দুই নারীর মিশেল মিলিয়েছে সমপ্রেম। এই প্রেমই উদ‌্‌যাপিত হয়েছে, করেছেন অনুষ্কা-মনিকা। নারী-পুরুষের প্রচলিত যৌন মিলনের গণ্ডি পেরিয়ে, দুই নারীর লাস্যের এক নতুন পরিভাষা রয়েছে এই ভিডিওতে। আর তাতে কোন বাঁধন নেই।

মনিকা ডোগরা এক সাক্ষাত্কারে জানান, ‘‘যৌনতাকে কোনভাবে বেঁধে রাখা যায় না। আর আমার মতে, কোন সরকারই আমাদের পছন্দ করার অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। আর এখন এই ফেমিনিজম-এর যে হাওয়া বইছে এটি যেমন সুন্দর তেমনই গুরুত্বপূর্ণ।’’

আরও খবর...

রহস্য, ভয় আর আতঙ্ক নিয়ে ফিরছে ‘দ্য মমি’! দেখুন টিজার

Monica Dogra Anushka Manchanda
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy