কী ধরনের খেলা?
আরও পড়ুন, মুভি রিভিউ: অন্ধকার ভারতের নগ্ন চেহারাই ফুটে ওঠে ‘পটাকা’য়
খুন নিয়ে খেলা। বলা ভাল, ছেলেখেলা। ঠান্ডা মাথায় খুন। আর সে পাপকে ঘুরে অপরাধ ক্রমে একে একে ছড়িয়ে পড়া। বয়স্ক অভিনেতার সুন্দরী স্ত্রী। বোরিং জীবনযাপন। একঘেয়েমি কাটাতে পরকীয়া। আর তার জেরেই প্রেমিকের সঙ্গে ছক করে অভিনেতা খুন। অন্ধ মিউজিশিয়ান আকাশের (আয়ুষ্মান অভিনীত) সে কথা জেনে ফেলা। এ ভাবেই পাপচক্র ঘুরতে থাকা। এবং শেষমেশ পাপের কাউকে না ছাড়া।
আপাত জটিল এই আখ্যান অসাধারণ হয়ে ওঠে গল্প বলার ধরনে। ক্যামেরা ও সম্পাদনাও যথেষ্ট টাইট। অভিনয়ের কথা তো আগেই বলেছি। সব মিলিয়ে অনেকদিন পর একটা কমপ্লিট সিনেমা দেখছি বলে মনে হল।
অন্ধ মিউজিশিয়ান আকাশের চরিত্রে আয়ুষ্মান খুরানা।
বলিউডের এই বিকল্প ধারার ছবিগুলি থেকে ট্রিটমেন্ট শেখার আছে বলে মনে হয়। এই যে এ ছবিতে একবারও অপরাধকে নেগেটিভ ভাবে না দেখিয়ে স্মার্ট ভাবে ডিল করা হল, এ থেকে শেখার আছে। অনুরাগ কাশ্যপের হাত ধরে বলিউড এই পরিণতিতে আগেই এসেছিল। ব্ল্যাক কমেডি, রিভেঞ্জ স্টোরি কোন মাত্রায় যেতে পারে, তা অনুরাগ যথেষ্টই দেখিয়েছেন। ‘অন্ধাধুন’ দেখে সে কথাই বারবার মনে হচ্ছিল।
সত্তর দশকের ছবিকে ট্রিবিউট স্পষ্ট ভাবেই দেওয়া এ ছবির সঙ্গীতে। পিয়ানোকে আখ্যানের প্রয়োজনে যে ভাবে ব্যবহার করা হয়েছে তা অনবদ্য। কমপ্লেক্স নোট এবং ততধিক জটিল আখ্যানের সঙ্গতে জোরালো হয়ে ওঠে আখ্যান। যখনই মনে হয়, পরের ঘটনা বোধ হয় এমন, তখনই তা বদলে দেন পরিচালক। সাইকোলজি নিয়ে এক ধরনের ডুয়েল খেলেছেন পরিচালক। যা আখ্যানকে লেজ থেকে ক্রমেই খেয়ে ফেলে।
আরও পড়ুন, সুই ধাগা: স্ক্রিপ্ট নড়বড়ে, তবু ‘সব কুছ বড়িয়া হ্যায়’!
রাধিকা আপ্তের মতো গুণী অভিনেত্রীকে কি আর একটু ব্যবহার করা যেত না? এটা ছবি শেষ হওয়ার পর বারবার মনে হল। তবে, এ ছবির লোকেশন অনবদ্য। এ গল্পটা পরকীয়া ও তার জেরে খুনের। অপরাধের। তাই অনায়াসে তা শুট করাই যেত মুম্বই বা দিল্লির মতো বড় শহরে। কিন্তু সেই আড়ম্বরের বদলে এখানে পুণের মতো ছোট শহর বেছে নেওয়া হল। প্রভাত রোড, গুড লাক ক্যাফে বা পারশি কোয়ার্টার কি অনবদ্য ভাবে মানিয়ে যায় আখ্যানের সঙ্গে।
এই একটি ব্যপারে এ ছবিকে স্যালুট জানাতেই হবে।
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)