Advertisement
E-Paper

জীবনটা ‘কেকওয়াক’ নয়, বদলে যাওয়া চালচিত্রে মায়াবী গল্প

যে মেয়েটা ছবি আঁকতে ভালবাসত, যে মেয়েটা গান না গাইলে ঘুমোতেই পারত না, যে মেয়েটার রান্নার হাত ছিল চমত্কার— তারা সকলেই বিয়ের পর হাউজওয়াইফ হয়েই থেকে যায়। শিল্পী হওয়ার, শেফ হওয়ার স্বপ্ন অধরা থেকে যায়।

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:২৬
এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন এষা।

এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন এষা।

বাবা কী করেন?

আমার বাবা ডাক্তার।

আমার বাবা স্কুলে পড়ায়।

আমার বাবা সিনেমা তৈরি করে।

আর মা?

হাউজওয়াইফ।

বাকিদেরও উত্তর একই। মা হাউজওয়াইফ। বেশির ভাগ মায়েরা, বেশির ভাগ মেয়েরা এই ২০১৯-এও ‘হাউজওয়াইফ’। সেটাই তাঁদের পেশা। কোনও পারিশ্রমিক ছাড়া পেশা…। পুরুষরাও যেন তাঁর নারীকে হাউজওয়াইফ হিসেবেই বেশি পছন্দ করেন। প্রেমিকা বউ হয়ে সন্তানের মা হবে, সংসার সামলাবে, শান্তির আশ্রয় হয়ে উঠবে— তবেই তো সুখ…।

আরও পড়ুন, রাজনৈতিক সিস্টেমকে প্রশ্নের মাসুল? আচমকা বন্ধ ‘ভবিষ্যতের ভূত’-এর প্রদর্শন

ওই যে মেয়েটা ছবি আঁকতে ভালবাসত, যে মেয়েটা গান না গাইলে ঘুমোতেই পারত না, যে মেয়েটার রান্নার হাত ছিল চমত্কার— তারা সকলেই বিয়ের পর হাউজওয়াইফ হয়েই থেকে যায়। শিল্পী হওয়ার, শেফ হওয়ার স্বপ্ন অধরা থেকে যায়।

কিন্তু শিল্পা বোধহয় কিছুটা আলাদা। ‘কেকওয়াক’-এ শিল্পা ওরফে এষা দেওল। রামকমল মুখোপাধ্যায় এবং অভ্র চক্রবর্তী আদ্যন্ত বাঙালি মেয়েটির স্বপ্নকে মরে যেতে দেননি। বদলে যাওয়া কলকাতার চালচিত্রে বুনেছেন এক মায়াবী গল্প।

আরও পড়ুন, এটা কি মগের মুলুক? প্রশ্ন শিল্পী মহলে

কারও মনের নাগাল পেতে গেলে সহজ উপায় হল উদরপূর্তি। হাতের রান্না খেয়ে যদি কেউ খুশি হন, তা হলে তাঁর মনের নাগাল নাকি সহজেই পাওয়া যায়। এই প্রবাদবাক্য যে কতটা সত্যি, তা রয়েছে ‘কেকওয়াক’-এর পরতে পরতে। পছন্দের রান্না খেয়েই মনে পড়ে যায় হারিয়ে যাওয়া প্রেম। বহু বছর পরে নিজের ভুলটা স্বীকার করতে ইচ্ছে করে। আবার ক্ষমাও করে দেওয়া যায় হাসিমুখেই…।

মা হওয়ার পরে ‘কেকওয়াক’ দিয়েই অনস্ক্রিন ফিরেছেন এষা। তাঁর অভিনয় সাবলীল। অনিন্দিতা বসু, তরুণ মলহোত্রও যথাযথ। জীবনটা যে সত্যিই কেকওয়াক নয়, তা বুঝিয়ে দেয় এই শর্টফিল্ম।

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

Movie Review Film Review মুভি রিভিউ Bollywood Celebrities Hindi Film
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy