ক্রিকেট অপছন্দ করতে করতে জোয়ার ক্রিকেটারের প্রেমে পড়াও ‘মোড়’ নেয় না। ছবি: সংগৃহীত।
ফিল্মের নামলিপিতেই দুটি ক্রিকেট বেল এবং লেবু-লঙ্কার সমাহার ক্রিকেট ও অন্ধ বিশ্বাসের সম্পর্ক ইঙ্গিত করে। কিন্তু সেই সম্পর্কের জট খুলতে গিয়ে উপকরণগুলো কেমন ছড়িয়ে যায়। গল্পের গরু গাছে চড়লেও গল্প বলার সিনেমাটিক বাস্তবতা থাকে। সেটা টোল খায় মাঝে মাঝেই। যেমন, ভারতীয় ক্রিকেট টিমের সদস্যদের নিয়ে অ্যাড শুট করার দৃশ্যটি। জুনিয়র কপি রাইটার জোয়া এবং তার টিম শুটের দায়িত্বে। এত বিখ্যাত পাবলিক ফিগার নিয়ে শুট। অথচ শুটিং টিমে লুক দেখার জন্য কেউ নেই? এক খেলোয়াড়ের দাবি অনুযায়ী জুতো যোগান দিতে হচ্ছে জোয়াকেই? তাও আবার নকল জুতো বানাতে হচ্ছে লিফটের মধ্যেই? টিম ক্যাপ্টেন নিখিলের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে লিফটে। নিখিল-জোয়ার একান্তে প্রথম মুখোমুখি কথা বলানোর সূত্র তাই বড়ই দুর্বল। ক্রিকেট অপছন্দ করতে করতে জোয়ার ক্রিকেটারের প্রেমে পড়াও ‘মোড়’ নেয় না। ট্রান্সফরমেশন নয়, একটা চটজলদি ব্যাপার হয়ে দাঁড়ায়।
সোনমের অপরূপ সৌন্দর্য বা তিনি নিজে যে ভাবে ফ্যাশন আইকন বলে পরিচিত তার কোনওটার প্রভাব পাওয়া গেল না ফিল্মে। ভারত অধিনায়কের সঙ্গে ডিনারে যাওয়ার জন্য নির্বাচিত পোশাকটিও কেমন যেন খোলতাইহীন। প্রায় সারা ফিল্ম জুড়ে তাঁর কেশদাম এমন স্টিফ হয়ে থাকে মনে হয় মৃদু বাতাসও যেন ভাল করে ওড়াতে পারবে না। এমনকি, বাইকের পিছনে বসে থাকা জোয়ার চুলও তীব্র ভাবে ওড়ে না, একটা শট ছাড়া (যেখানে ওড়না উড়ছে)। অদ্ভুত ঠেকে। এখানেই বলে নেওয়া যায়, ক্রিকেট টিমের সদস্য হ্যারির কাঁধ অব্দি লম্বা চুলের উইগ বড্ড চোখে লাগে।
দুলকির সলমন মোটের উপর ভাল। ক্রিকেট টিম অধিনায়কের ওজন ধরে রাখার চেষ্টা করেছেন। বাবা মামুট্টির সঙ্গে তাঁর তুলনা না করাই ভাল।
ক্রিকেট ম্যাচের দৃশ্যগুলো ‘লাইভ’ ফিল দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু টেলিভিশনে দেখা লাইভ ম্যাচের ফিল পাওয়া যায়নি সবসময়। তাতে খুব অসুবিধাও হয়নি যদিও। ফিল্ম তো ছাড় নিতেই পারে। জোয়া মাঝে মাঝেই দর্শকের দিকে তাকিয়ে, মানে স্ট্রেট ক্যামেরার লেন্সে তাকিয়ে নিজের কথা শেয়ার করেছে। গল্পের পরিসর থেকে নিজেকে বিযুক্ত করে যেন দর্শকের সঙ্গেই শুরু করছে কথোপকথন। ফলে, দর্শক নিজেও ফিল্মের চরিত্র হয়ে উঠছেন বলে বোধ হতে পারে। কিন্তু সেই সংলাপ চরিত্রর ভেতরের যন্ত্রণা বেরিয়ে আসার অনুভূতিও দেয় না।
সারা ফিল্ম জুড়েই উঁচু দাগের অভিনয়। চরিত্রগুলোকে এ ভাবেই হয়তো দেখতে চেয়েছেন পরিচালক। বিষয়টা খুব কমন হলেও মূল ধারার ফিল্মেও অভিনয়ের সূক্ষ্মাতিসূক্ষ্ণ কাজ দুর্লভ নয়।
সারা ফিল্মে একটা সংলাপই কৌতুক জাগায়, ‘জিতনা ধীরে খেল রাহা হে না উতনা দেরসে আধার কার্ড ভি বান যাতা, ও ভি পুরা ফ্যামিলিকা।’ আবহসঙ্গীত সে ভাবে অন্য রকম কিছু নয়। গড়পড়তাই। কখনও কখনও মনে হয় স্টক মিউজিক ব্যবহার করা হয়েছে। গানগুলো শুনতে ভাল লাগলেও এ রকম গান হামেশাই শোনা যায়। তবে ‘আঁধার কা এক খত্ হু ম্যায় অর খত্ কা পাতা হ্যায় তু...’ (কাশ)। কথা ও সুর বেশ লাগে। মিউজিকের দায়িত্বে শঙ্কর-এহসান-লয়। মনোজ লোবো-র সিনেমাটোগ্রাফিতে কোনও ফাঁকি নেই।
ফিল্মের শুরুতে ও শেষে শাহরুখ খানের নেপথ্য কণ্ঠ। শাহরুখের কথা লিখতেই মনে পড়ল ফিল্মটি রোম্যান্টিক কমেডি। মনে পড়ল, কেননা শাহরুখের রোম্যান্স দৃশ্যে আপ্লুত হয়নি আমার জেনারেশনের এমন দর্শক হয়তো গুটিকয় পাওয়া যেতে পারে। কাজল, মাধুরী, মনীষা, সলমন, আমির প্রমুখ তো আছেনই। কিন্তু এই ফিল্ম কোনও দৃশ্যেই রোম্যান্সের একান্ত মুহূর্তে নিয়ে গেল না, যা দেখে বুকের মধ্যে চিনচিন করে উঠতে পারে। গানের একটা দৃশ্যে জোয়া-নিখিল সুইমিং পুলে পড়ছে স্লো মোশনে। ওয়াটার প্রুফ ক্যামেরায় জলের ভেতর ধরা সেই দৃশ্যের কালার গ্রেড এমনই যে চরিত্র দু’জন কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। জলজ অনুভূতিও রংমগ্ন হয়ে পড়ে।
সকালের শোয়ে মাত্র সাত জন দর্শক। তিন জন হাফ টাইমের আগেই হল থেকে বেরিয়ে গেলেন। সাত জনের জন্য প্রোজেকশন। বড় ব্যয়বহুল।