পুজোতেই রহস্য আর গা শিরশিরানি ভয়ের আবহ তৈরি করে দিয়েছিলেন মিমি চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্যের ‘ড্রাকুলা স্যার’-এর সৌজন্যে। সেই রোমাঞ্চ ষোল কলায় পূর্ণ হ্যালউইন নাইটে। ফটোশপ করে নিজেকে অশরীরী আত্মায় বদলে ফেলেছেন সাংসদ-তারকা! সেই ক্লিপিংস দেখে শিহরণের পাশাপাশি মজাও পেয়েছেন নেটাগরিকেরা। তাঁদের বিস্ময়, অশরীরী এত্তো সুন্দর!
ক্লিপিংসে দুই অবতারে মিমি। প্রথমটিতে তিনি যেন আগুনের মূর্তি। ঠোঁট, চোখ, নাক, মুখ আগুনের শিখায় গড়া। পলক ফেলতেই তাঁর মুখে করোটির আদল। চোখের মণি গাঢ় বেগুনি রঙা। নাকে গালে মাথার খুলির হাড়ের আভাস।