Advertisement
E-Paper

পুনশ্চ শার্লক হোমস

বয়স ৯৩। অপরাধীদের পিছু ধাওয়া করার কাজ থেকে অবসর নিয়েছেন বহুদিন। এমনকী, ২২১ বি, বেকার স্ট্রিটেও তিনি থাকেন না। তবু তিনি শার্লক হোমস। তেমন রহস্যের সন্ধান পেলে নড়ে বসেন এখনও। তবে, এ কাহিনি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা নয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০০:০৩

বয়স ৯৩। অপরাধীদের পিছু ধাওয়া করার কাজ থেকে অবসর নিয়েছেন বহুদিন। এমনকী, ২২১ বি, বেকার স্ট্রিটেও তিনি থাকেন না। তবু তিনি শার্লক হোমস। তেমন রহস্যের সন্ধান পেলে নড়ে বসেন এখনও। তবে, এ কাহিনি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা নয়। ২০০৫ সালে মার্কিন লেখক মিচ কালিন তাঁর ‘ আ স্লাইট ট্রিক অফ দ্য মাইন্ড’ উপন্যাসে এ ভাবেই ফিরিয়ে এনেছিলেন গোয়েন্দাপ্রবরকে। সেই কাহিনি এখন বড় পর্দায়।

শার্লক হোমসের নতুন ছবি ‘মিস্টার হোমস’ ভারতে মুক্তি পাচ্ছে ২৪ জুলাই। ৭৬ বছর বয়সি অস্কারপ্রাপ্ত অভিনেতা ইয়ান ম্যাককেলেন এ ছবির নামভূমিকায়। অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত বিল কন্ডন-পরিচালিত ‘মিস্টার হোমস’-এর পটভূমি ১৯৪৭-এর বিলেত। সাসেক্সের এক ফার্ম হাউসে অবসরজীবন কাটান হোমস। সঙ্গী ওয়াটসন অনেক দিনই নেই। বৃদ্ধ হোমসকে সঙ্গ দেয় তাঁর হাউস-কিপারের কিশোর ছেলে। স্মৃতির রাস্তা বেয়ে কখনও কখনও ডুব দেন আনসলভড কেসগুলোয়। তেমনই এক কেস নিয়ে ‘মিস্টার হোমস’। এ ছবিতে ইয়ান ম্যাককেলেনের সঙ্গে রয়েছেন লরা লিনি, হিরোয়ুকি সানাদা প্রমুখ।

Mr Holmes Mitch Cullin Ian McKellen Bill Condon Laura Linney Hiroyuki Sanada Sir Arthur Conan Doyle Sherlock Holmes A Slight Trick of The Mind
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy