ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে বিয়ে করেছিলেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। বহু আত্মীয়কে দেখা গেলেও ছিলেন না আলিয়ার কাকা, অর্থাৎ মুকেশ ভট্ট। তিনি নাকি বিয়েতে আমন্ত্রণই পাননি। কিন্তু কেন?
বলিউডে মহেশ ও মুকেশ ভট্টকে একজোটে চিনতেন মানুষ। কিন্তু ২০২১ সাল থেকে তাঁদের সম্পর্কে চিড় ধরে। নিজেদের তৈরি প্রযোজনা সংস্থা পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন মুকেশ। সরে আসতে হয় মহেশকে। এই কারণেই দুই ভাইয়ের মধ্যে দূরত্ব। তাই ভাইয়ের মেয়ের বিয়েতেও আমন্ত্রণ পাননি। এমনকি তিনি নাকি আজ পর্যন্ত আলিয়ার কন্যা রাহাকেও দেখেননি। আমন্ত্রণ না পেয়ে খারাপও লেগেছিল মুকেশের। সম্প্রতি সাক্ষাৎকারে মুকেশ বলেন, “আমার খারাপ লাগেনি, এটা বললে দ্বিচারিতা করা হবে। আমি আলিয়াকে খুবই ভালবাসি। ওর দিদি শাহিনকেও খুব ভালবাসি। আলিয়ার বিয়ের সময়ে মনে হচ্ছিল, আমারই মেয়ের বিয়ে হচ্ছে। আমি সত্যিই ওর বিয়েতে থাকতে চেয়েছিলাম।”
আরও পড়ুন:
বিয়ের কয়েক মাস পরেই আলিয়া অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করেছিলেন। অভিনেত্রীর কন্যা রাহার বয়স এখন তিন বছর। কিন্তু এখনও বাচ্চাটিকে দেখেননি মুকেশ। মনে মনে রাহাকে সামনে থেকে দেখতে চান তিনি। বলিউড পরিচালক বলেন, “প্রথমে শুনলাম ও মা হতে চলেছে। ওর কন্যাসন্তান হয়েছে জানার পর থেকে বাচ্চাটিকে দেখার জন্য অপেক্ষা করে আছি। আমি বাচ্চাদের খুব ভালবাসি।” আমন্ত্রণ কেন পাননি, এই প্রশ্ন আর আলিয়াকে করেননি মুকেশ ভট্ট। তাঁর কথায়, “আমি আর এই সব জানার চেষ্টা করিনি। ওকে অস্বস্তিতে ফেলতে চাইনি।”
ফোনেও কোনও ভাবে আলিয়াকে শুভেচ্ছা জানাননি কাকা মুকেশ। শুধুই নাকি মন থেকে প্রার্থনা করেছেন।