Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Entertainment News

রবীন্দ্রনাথের খোঁজে ‘এন্ডেভোরিং টেগোর’…

অ্যানির আদি বাস বহরমপুর। ছোট থেকেই সেখানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন শ্যামল লাহিড়ী এবং সুমিতা ঘোষালের কাছে। কলকাতায় এসে নির্মাল্য রায় এবং তাপসী ঘোষের কাছে চর্চা শুরু করেন।

মিউজিক ভিডিয়োর কভারে সুদীপ্ত এবং অ্যানি।

মিউজিক ভিডিয়োর কভারে সুদীপ্ত এবং অ্যানি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৬:২৪
Share: Save:

পেশা শিক্ষকতা। বিষয় অঙ্ক। নেশা গান। বিষয় এত দিন ছিল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। এ বার রবীন্দ্রগান। তিনি অ্যানি আহমেদ। তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশিত হবে আগামী ৩ মে আইসিসিআর-এ।

অ্যানির আদি বাস বহরমপুর। ছোট থেকেই সেখানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন শ্যামল লাহিড়ী এবং সুমিতা ঘোষালের কাছে। কলকাতায় এসে নির্মাল্য রায় এবং তাপসী ঘোষের কাছে চর্চা শুরু করেন। বিভিন্ন ব্যান্ডে গান করেন অ্যানি। তবে নিজের প্রথম রবীন্দ্র গানের অ্যালবাম এই প্রথম। ‘এন্ডেভোরিং টেগোর’। মোট আটটি গান থাকবে এই অ্যালবামে।

অ্যানি শেয়ার করলেন, ‘‘এই অ্যালবামে ছিন্নপত্রের কিছু চিঠিকে ইনকরপোরেট করেছি। গানের সঙ্গে কিছু আবৃত্তি রয়েছে। একটা রিসার্চ ওয়ার্ক। আসলে রবীন্দ্রনাথকে পুরোপুরি জানা তো কখনও সম্ভব নয়। তিনি অসীম। এই খোঁজটা চলতেই থাকবে…।’’

আরও পড়ুন, ইন্ডাস্ট্রিতে সকলকেই কাজের জন্য বলি, কিন্তু…

এই অ্যালবামে একটি আবৃত্তি শোনা যাবে ‘চন্দ্রবিন্দু’ ব্যান্ডের সদস্য উপলের গলায়। একটি গানে ডুবকি বাজিয়েছেন ‘লক্ষ্মীছাড়া’ ব্যান্ডের সদস্য গাবু। অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে রয়েছেন সুদীপ্ত পাল।

আরও পড়ুন, বিয়ে করছেন নবনীতা, পাত্র কে জানেন?

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Music Celebrities Music Album Music Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE