পেশা শিক্ষকতা। বিষয় অঙ্ক। নেশা গান। বিষয় এত দিন ছিল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত। এ বার রবীন্দ্রগান। তিনি অ্যানি আহমেদ। তাঁর প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশিত হবে আগামী ৩ মে আইসিসিআর-এ।
অ্যানির আদি বাস বহরমপুর। ছোট থেকেই সেখানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন শ্যামল লাহিড়ী এবং সুমিতা ঘোষালের কাছে। কলকাতায় এসে নির্মাল্য রায় এবং তাপসী ঘোষের কাছে চর্চা শুরু করেন। বিভিন্ন ব্যান্ডে গান করেন অ্যানি। তবে নিজের প্রথম রবীন্দ্র গানের অ্যালবাম এই প্রথম। ‘এন্ডেভোরিং টেগোর’। মোট আটটি গান থাকবে এই অ্যালবামে।
অ্যানি শেয়ার করলেন, ‘‘এই অ্যালবামে ছিন্নপত্রের কিছু চিঠিকে ইনকরপোরেট করেছি। গানের সঙ্গে কিছু আবৃত্তি রয়েছে। একটা রিসার্চ ওয়ার্ক। আসলে রবীন্দ্রনাথকে পুরোপুরি জানা তো কখনও সম্ভব নয়। তিনি অসীম। এই খোঁজটা চলতেই থাকবে…।’’