‘সর্দারজি ৩’ ছবি নিয়ে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ দোসাঞ্জ। তাঁর ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির অভিনয় করায় বিপাকে পড়তে হয়েছে। ভারতে মুক্তি পায়নি এই ছবি। যদিও পাকিস্তানে রমরমিয়ে চলছে ‘সর্দারজি ৩’। এই পরিস্থিতিতে নাসিরুদ্দিন শাহ লিখেছিলেন, “আমি দিলজিতের পাশে আছি। ‘জুমলা পার্টি’র লোকজন অপেক্ষা করেছিল ওকে আক্রমণ করার জন্য। ওই দলের লোকেরা ভাবছে, অবশেষে দিলজিৎকে আক্রমণ করার মতো কিছু একটা পাওয়া গিয়েছে।”
সারা দেশে যখন অন্য অভিনেতারা নীরব, দেশ জুড়ে দিলজিৎকে বয়কট করার রব উঠেছে, সেই সময় দিলজিতের পাশে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। দিলজিতের হয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট লিখেছিলেন তিনি। তার পরেই তীব্র আক্রমণের মুখে পড়তে হয় নাসিরকে। বিতর্কের মুখে পড়ে অবশ্য সেই পোস্ট মুছে দেন অভিনেতা। অনেকেই বলতে শুরু করেন তিনি ভয় পেয়েছেন। অবশেষে মুখ খুললেন অভিনেতা।
গত কয়েক বছরে অসহনশীলতাই প্রবণতায় পরিণত হয়েছে। সমাজের একাংশের মনের মতো না হলেই তা বয়কট করার ডাক দেওয়া হচ্ছে। তা মঞ্চে কমেডি শো নিষিদ্ধ করা হোক কিংবা সিনেমার প্রদর্শনী বন্ধ অথবা শিল্পীকে আক্রমণ। খানিকটা তেমনই শুরু হয় দিলজিতের বিরুদ্ধে। সেই দিলজিতের পক্ষ নিয়ে নাসিরুদ্দিন লেখেন, ‘‘ছবিতে কে অভিনয় করবেন, তার দায় দিলজিতের নয়। ওটা পরিচালকের দায়িত্ব। কিন্তু পরিচালককে কেউ চেনেই না। দিলজিৎ বিশ্ববিখ্যাত বলে সবাই ওকে আক্রমণ করছে। দিলজিতের মনে বিষ নেই, ছবির অভিনেতাদের নিয়ে ও আগে থেকে কিছু ভাবেনি।”
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। নাসিরুদ্দিন জানিয়েছিলেন, পাকিস্তানে তাঁর আত্মীয়েরা রয়েছেন। অভিনেতা লিখেছিলেন, “এই গুন্ডাদের একটাই উদ্দেশ্য— ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যক্তিগত যোগাযোগটাও যেন বন্ধ হয়ে যায়। পাকিস্তানে আমারও ঘনিষ্ঠ আত্মীয়েরা রয়েছেন। ওঁদের সঙ্গে আমার যোগাযোগ কেউ বন্ধ করতে পারবে না। আর এই সব শুনে যাঁরা আমাকে বলবেন, ‘পাকিস্তানে যান’, তাঁদের আমি বলব, ‘আপনারা কৈলাসে যান’।”
কিন্তু তার পর কটাক্ষের মুখে পড়ে পোস্ট আড়াল করেন। তাতেও রেহাই নেই ফের শুরু বিতর্ক এবার নাসিরুদ্দিন একেবারে চাচাছোঁলা ভাষায় নিন্দকদের কটাক্ষ করে বলেন, ‘‘আমি দিলজি়ৎকে নিয়ে করা পোস্ট মুছে দিই না। আর লোকের সমালোচনায় কিছুই যায় আসে না। আসলে লোকের বাতকর্মের তোয়াক্কা করি না।’’