Advertisement
E-Paper

‘মুসলিমদের প্রতি এদের ঘৃণা রন্ধ্রে রন্ধ্রে’, দেশের নতুন মন্ত্রিসভা নিয়ে মোদীকে বিঁধলেন নাসিরুদ্দিন শাহ

নতুন মন্ত্রিসভা দেখে অবসাদগ্রস্ত লাগছে ঠিকই। কিন্তু কোনও ভাবেই অবাক করেনি। এমনই জানিয়েছেন নাসিরুদ্দিন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৪ ১৪:৫২
Naseeruddin Shah says that he wants to Narendra Modi in a skull cap

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী। নাসিরুদ্দিন শাহ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

তৃতীয় বার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদী। প্রাথমিক ভাবে গঠিত হয়েছে মন্ত্রিসভা। কিন্তু দেশের ইতিহাসে এই প্রথম বার সেই মন্ত্রিসভায় নেই কোনও মুসলিম প্রতিনিধি। বিষয়টি নিয়ে খুব একটা অবাক হননি অভিনেতা নাসিরুদ্দিন শাহ।

নতুন মন্ত্রিসভা অবসাদগ্রস্ত করেছে ঠিকই, কিন্তু কোনও ভাবেই অবাক করেনি। এমনই জানিয়েছেন নাসিরুদ্দিন। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘‘বিষয়টা অবসাদগ্রস্ত হয়ে পড়ার মতোই। কিন্তু কোনও ভাবেই আমায় অবাক করেনি। মুসলিমদের প্রতি ঘৃণা এদের রন্ধ্রে রন্ধ্রে রয়েছে।’’

নাসিরুদ্দিন এর পরে প্রাক্তন উপরাষ্ট্রপতির একটি উক্তি উল্লেখ করে বলেন, ‘‘হামিদ আনসারি বলেছিলেন, দেশের মুসলিম নাগরিকদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। আমাদের বুঝতে হবে যে, একা হিন্দু বা একা মুসলিম কিছুই করতে পারবে। যা করার, আমাদের একসঙ্গে করতে হবে।’’

বরাবরই নিজের রাজনৈতিক মতামত স্পষ্ট প্রকাশ করেন বর্ষীয়ান অভিনেতা। বিভিন্ন রাজনৈতিক প্রচারে গিয়ে বার বার মাথায় নানা ধরনের প্রাদেশিক মুকুট পরতে দেখা গিয়েছে মোদীকে। কখনও শিলং-এ গিয়ে সেখানকার আঞ্চলিক মুকুট পরেছেন। কখনও আবার হিমাচলপ্রদেশের গিয়ে সেখানকার টুপি পরতেও দেখা গিয়েছে তাঁকে। এই বিষয়টি তুলে এনে প্রধানমন্ত্রীকে বিঁধেছেন নাসিরুদ্দিন।

নরেন্দ্র মোদীর মাথায় একটি ‘স্কাল ক্যাপ’ পরা উচিত। এমন মন্তব্য করেছেন অভিনেতা। সাধারণত মুসলিম ধর্মাবলম্বীদের এই ধরনের টুপি পরতে দেখা যায়। বিভিন্ন রাজ্যে গিয়ে সেখানকার আঞ্চলিক টুপি পরেন মোদী। কিন্তু ২০১১ সালে তাঁকে ‘স্কাল ক্যাপ’ পরতে বলা হলে, তিনি প্রত্যাখ্যান করেন। এই বিষয়ে নাসিরুদ্দিন বলছেন, ‘‘মোদী বোধহয় বিভিন্ন মুকুট বা টুপি পরতে ভালবাসেন। ২০১১-য় মৌলবীরা ওঁকে একটি ‘স্কাল ক্যাপ’ পরার অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি রাজি হননি। সেই স্মৃতি কখনওই ভুলতে পারব না।’’

অভিনেতার বক্তব্য, সে দিন যদি মোদী সেই টুপি পরতেন, তা হলে মুসলিমদের কাছে এই বার্তা যেত যে তিনি সকলের সঙ্গেই আছেন। প্রত্যেকেই একই দেশের নাগরিক। আর তাই কোনও এক দিন প্রধানমন্ত্রীকে এই বিশেষ টুপি পরা অবস্থায় দেখতে চান নাসিরুদ্দিন।

Naseeruddin Shah Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy