যত নামী তারকাই তাঁকে আমন্ত্রণ জানান না কেন, নওয়াজউদ্দিন সিদ্দিকি সকলের ডাকই ফিরিয়ে দেন। পার্টিতে যেতে তাঁর প্রবল অনীহা। সলমন খানের অনেক পার্টিতেই তিনি যাননি। কান, ভেনিস চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটতেও ভাল লাগে না তাঁর। নওয়াজ জানাচ্ছেন, তিনি ঘরোয়া পার্টিতেই বেশি স্বচ্ছন্দ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy