Advertisement
E-Paper

শ্রীদেবীতে মুগ্ধ নওয়াজ

নওয়াজ জানিয়েছেন, ‘‘শ্রীদেবীর সঙ্গে কাজ করতে পারব, এটা ভেবেই উত্তেজিত হয়ে পড়েছিলাম। ‘মম’-এর অফার পেয়ে অভিনয় করতে রাজি হওয়ার অন্যতম কারণই ছিলেন উনি।’’

শেষ আপডেট: ০৭ জুন ২০১৭ ১২:৩০

তিনি নাকি বহুকাল ধরেই শ্রীদেবীর ফ্যান! যখন সবে এনএসডি-র ছাত্র, বারবার দেখেতেন শ্রীদেবীর ‘চালবাজ’, ‘চাঁদনী’, ‘সদমা’, ‘লমহে’-র মতো বেশ কয়েকটা ছবি। সে দিনের সেই ছাত্রটিই আজকের নওয়াজউদ্দিন সিদ্দিকি। সদ্য তিনিই কি না অভিনয় করলেন তাঁর কৈশোর-যৌবনের ‘হার্টথ্রব’ শ্রী-র সঙ্গে!

নওয়াজ জানিয়েছেন, ‘‘শ্রীদেবীর সঙ্গে কাজ করতে পারব, এটা ভেবেই উত্তেজিত হয়ে পড়েছিলাম। ‘মম’-এর অফার পেয়ে অভিনয় করতে রাজি হওয়ার অন্যতম কারণই ছিলেন উনি।’’

‘মম’-এ শ্রী-র সঙ্গে কাজ করে রীতিমত মুগ্ধ নওয়াজউদ্দিন। নওয়াজ বলেছেন, শ্রী অসম্ভব পরিশ্রমী শুধু নয়, প্রচণ্ড ডিসিপ্লিনডও। সেই সঙ্গে ওঁর পরামর্শগুলোও অসম্ভব কাজের। এক্সপ্রেশনে বা সংলাপ বলার ধরনে টুকটাক বদল আনার ব্যাপারে শ্রী নাকি এমন কিছু কথা বলতেন যে, ওঁর কথা শুনলেই আরও ভাল অভিনয় করা সম্ভব। শ্যুটিংয়ে প্রায়ই ছোটখাটো অনেক রকমের টিপস দিতেন শ্রী।

আরও খবর
বাংলা গানের শিল্পীরা অনিশ্চয়তায় ভোগেন

শুধু তাই নয়, নওয়াজের নতুন ছবি ‘মান্টো’র প্রচারেও শ্রী তাঁকে অনেকটাই সাহায্য করেছেন।

Mom Nawazuddin Siddiqui Sridevi শ্রীদেবী নওয়াজউদ্দিন সিদ্দিকি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy