Advertisement
E-Paper

এ বার কি মহাকাশে যাচ্ছেন নওয়াজউদ্দিন?

সম্প্রতি ‘কার্বন’-এর পোস্টার লঞ্চ হয়েছে। যেখানে নওয়াজউদ্দিনকে মহাকাশচারীর পোশাকে দেখা যাচ্ছে। তিনি একটি মহাকাশযানের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন। ছবির ট্যাগলাইন—‘এ স্টোরি অফ টুমরো’ বা আগামী দিনের গল্প

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ১২:১৩

‘মম’ ছবিতে তাঁর অন্য রকম লুক্‌স চমকে দিয়েছিল দর্শককুলকে। এর পর টাইগার শ্রফ অভিনীত ‘মুন্না মাইকেল’-এ কোমরও দোলাতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনয় ক্ষমতা নিয়ে নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তবে টাইগারের মতো জাঁদরেল ডান্সারের সঙ্গে এক ফ্রেমে কোমর দোলানোটা চাট্টিখানি কথা নয়! নিজেকে বার বার ভাঙছেন তিনি। আরও একবার এক অন্য অবতারে আসতে চলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তবে এ বার বড় পর্দায় নয়। একটি শর্ট ফিল্মে অভিনয় করেছেন। যার নাম ‘কার্বন’। শর্ট ফিল্মটি আর কিছু দিন পরেই ইউটিউবে মুক্তি পেতে চলেছে।

আরও পড়ুন: কর্ণের শো-এ আসতে বাধ্য করা হয়েছিল, বিস্ফোরক রণবীর

সম্প্রতি ‘কার্বন’-এর পোস্টার লঞ্চ হয়েছে। যেখানে নওয়াজউদ্দিনকে মহাকাশচারীর পোশাকে দেখা যাচ্ছে। তিনি একটি মহাকাশযানের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন। ছবির ট্যাগলাইন—‘এ স্টোরি অফ টুমরো’ বা আগামী দিনের গল্প। ছবির বিষয়বস্তু গ্লোবাল ওয়ার্মিং। এরই সঙ্গে দেখানো হবে আগামী দিন কী অপেক্ষা করে আছে মানবজাতির জন্য। ছবিতে ফুটে উঠবে ২০৬৭ সাল কেমন হতে চলেছে আমাদের জীবন-যাত্রা। কেমন হতে পারে আমাদের পরিবেশ। সব মিলিয়ে এক অন্য ধরনের গল্প নিয়ে হাজির ছবির পরিচালক রামিজ ইলহাম খান। এই ছবিতে নওয়াজউদ্দিনের সঙ্গে অভিনয় করছেন জ্যাকি ভাগনানি, প্রাচী দেশাই, যশপাল শর্মা। ‘কার্বন’-এর প্রযোজক হলেন দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানি এবং গৌতম গুপ্ত।

Nawazuddin Siddiqui Carbon Short Film Jackky Bhagnani Prachi Desai Yashpal Sharma
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy