Advertisement
E-Paper

গুডবাই টিভি, ওয়েলকাম নেটফ্লিক্স

জেন Y-এর মুখের ভাষা শুনলেন অরিজিৎ চক্রবর্তী। যারা বলে জেন ওয়াই চব্বিশ ঘণ্টা মোবাইল নিয়ে থাকে, তারা ডাহা মিথ্যে বলে। কারণ অন্তত ঘণ্টা দুয়েক তো তারা নেটফ্লিক্স-এ কাটায়। ‘‘সারা দিন কাজের পর বাড়ি ফিরেই নেটফ্লিক্স নিয়ে বসে যাই। ‘নার্কোস’, ‘ব্রেকিং ব্যাড’ থেকে ‘পেনি ড্রেডফুল’‌ টানা দেখি। টিভির চেয়ে ঢের ভাল। যখন হবে ঠিক সেই সময়েই টিভির সামনে হাজির থাকার চাপ নেটফ্লিক্সে নেই। বিজ্ঞাপন ব্রেকের জ্বালাতনও নেই। শেষ কবে যে টিভি অন করেছিলাম কে জানে?’’ হাসতে হাসতে বলছিলেন তথ্যপ্রযুক্তি কর্মী উপালি বিশ্বাস।

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০০:০০
প্রিটি লিটল লায়ার্স

প্রিটি লিটল লায়ার্স

যারা বলে জেন ওয়াই চব্বিশ ঘণ্টা মোবাইল নিয়ে থাকে, তারা ডাহা মিথ্যে বলে। কারণ অন্তত ঘণ্টা দুয়েক তো তারা নেটফ্লিক্স-এ কাটায়।

‘‘সারা দিন কাজের পর বাড়ি ফিরেই নেটফ্লিক্স নিয়ে বসে যাই। ‘নার্কোস’, ‘ব্রেকিং ব্যাড’ থেকে ‘পেনি ড্রেডফুল’‌ টানা দেখি। টিভির চেয়ে ঢের ভাল। যখন হবে ঠিক সেই সময়েই টিভির সামনে হাজির থাকার চাপ নেটফ্লিক্সে নেই। বিজ্ঞাপন ব্রেকের জ্বালাতনও নেই। শেষ কবে যে টিভি অন করেছিলাম কে জানে?’’ হাসতে হাসতে বলছিলেন তথ্যপ্রযুক্তি কর্মী উপালি বিশ্বাস।

নতুন নতুন টিভি সিরিজ যেমন আছে, তেমনই আছে নতুন সিনেমা। অনেকের মতে, সিনেমা হল-কে বাড়িতে এনে দিয়েছে নেটফ্লিক্স।

যেখানে চাই, যখন চাই

টিভি রিমোটের সঙ্গে জেন ওয়াইয়ের দূরত্ব বাড়ছিল অনেক দিন ধরেই। টিভিকে এখন ক্লিন বোল্ড করে দিয়েছে নেটফ্লিক্স। যখন তখন পছন্দের সিনেমা বা সিরিয়াল দেখার স্বাধীনতা দিয়েছে জেন ওয়াই-কে। চাই শুধু ইন্টারনেট কানেকশন। ‘‘বাড়ি থেকে কলেজ যেতে লাগে এক ঘণ্টারও বেশি। ওই সময়টা নেটফ্লিক্স দেখতে দেখতে যাই। ‘প্রিটি লিটল লায়ার্স’, ‘মিন্ডি প্রোজেক্ট’, ‘বিগ ব্যাং থিয়োরি’... সিরিজের তো অভাব নেই। নেটফ্লিক্সে ভিডিয়ো তেমন বাফারও করে না। জার্নিটা তাই আর বোরিং লাগে না,’’ বলছিলেন ম্যানেজমেন্ট ছাত্রী রোশনি বসু।

প্রেসিডেন্সি বা সেন্ট জেভিয়ার্সের ক্যান্টিনেও ঝড় উঠছে ‘মাস্টার অব নান’, ‘মার্কো পোলো’ বা ‘জেসিকা জোনস’ নিয়ে। নতুন কোন সিরিজ দেখা শুরু করবে, তা নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপও বানিয়ে ফেলেছে ওরা। যেখানে দুঃখ করে নেটফ্লিক্স থেকে ‘গেম অব থ্রোনস’‌য়ের চলে যাওয়া নিয়ে। হটস্টার-এর সঙ্গে অনেকের পরিচয় সেই সূত্রে। নেটফ্লিক্সের মতোই এক ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম হটস্টার। শুধু সিরিয়াল-সিনেমা নয়, এতে অনেক ম্যাচ লাইভও দেখা যায়।

‘‘আইপিএল থেকে ইউরো কাপ — সবই তো পেয়ে যাচ্ছি হটস্টারে। ল্যাপটপ-ট্যাবেই যখন দেখতে পাচ্ছি, কেন আর কষ্ট করে টিভি খুলতে যাব?’’ বলছিলেন প্রেসিডেন্সির ছাত্র অভীক সাহা। ক্লাস শেষ হতে না হতেই ম্যাচ দেখার জন্য পড়িমরি দৌড় লাগাতে হয় না। ট্যাবটা নিয়ে ‘ঠেক’‌য়ে গেলেই হল।

জেসিকা জোনস

পাইরেসিতে না

সিনেমার ক্ষেত্রে পাইরেসি একটা মারাত্মক সমস্যা। ছবি সিনেমা হল-এ আসতে না আসতে বাজারে ছড়িয়ে যায় তার নকল ডিভিডি। টরেন্ট সাইট থেকে ডাউনলোড করেও দেখে নেয় অনেকে। লোকে দেখলেও প্রযোজকদের ঘরে কিন্তু টাকা আসে না। নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম সে সমস্যা খানিকটা মিটিয়ে দেবে বলে মনে করেন অনেকে।

‘‘মাসে পাঁচশো টাকাতেই যখন নতুন নতুন সিনেমা-সিরিয়াল দেখতে পাচ্ছি, কেন ফালতু ফালতু পাইরেটেড সিনেমা ডাউনলোড করতে যাব? মল-এ গিয়ে একটা সিনেমা দেখতেই তো দু’জনের লেগে যেত পাঁচশো টাকা। আমার মতো সিনেমার পোকার জন্য নেটফ্লিক্স দারুণ। টিভি সিরিজ তো আছেই। দেবমাল্য যখন দেখছে ইউরো কাপ, আমি কানে হেডফোন লাগিয়ে ‘প্রিটি লিটল লায়ার্স’। বরের সঙ্গে রিমোট কাড়াকাড়ির আর দরকার হয় না,’’ মজা করে বলছিলেন অ্যাপ ডেভেলপার নম্রতা সেন। ‘শর্ট টার্ম টুয়েল্ভ’, ‘ওমর’, ‘বিগিনার্স’‌য়ের মতো সিনেমার সঙ্গে জেন ওয়াইয়ের আলাপ তো এখানেই।

পরিচালক কিউ তাঁর ছবি ‘ব্রাক্ষ্মণ নমন’ রিলিজ করাচ্ছেন নেটফ্লিক্সে। পরিচালক সুমন ঘোষ আবার তাঁর পরের ছবি ‘মি আমোর’ রিলিজ করাচ্ছেন নেটফ্লিক্সের মতোই এক অনলাইন ভিডিয়ো স্ট্রিমিং প্ল্যাটফর্ম বংফ্লিক্স-এ। সুমন বলছিলেন, ‘‘এটাই যে ভবিষ্যৎ সেটা কেউ অস্বীকার করতে পারবে না। অ্যামাজন বা নেটফ্লিক্স-কে দেখুন না। সারা বিশ্ব জুড়ে এখন এটাই ট্রেন্ড। বাংলার বাইরেও অনেক বাঙালি বাংলা সিনেমা দেখতে চান। কিন্তু পাইরেটেড চ্যানেল ছাড়া দেখার তো কোনও রাস্তা ছিল না। বংফ্লিক্স যখন ওদের প্ল্যাটফর্মে ‘মি আমোর’ রিলিজের প্রস্তাব নিয়ে আসে, আমি এক কথায় রাজি হয়ে যাই।’’

ব্রেকিং ব্যাড

সব পেয়েছির দেশে

নেটফ্লিক্স ব্যবহারকারীর সংখ্যা ইতিমধ্যে ছাড়িয়ে গিয়েছে আট কোটি। এ বছর প্রায় পাঁচ বিলিয়ন ডলার খরচ করবে নেটফ্লিক্স নতুন সিনেমা আর টিভি সিরিজের জন্য। তিরিশটারও বেশি অরিজিনাল সিরিজ আসবে এ বছর। যার মধ্যে একটা ভারতীয় লেখক বিক্রম চন্দ্র-র উপন্যাস ‘সেক্রেড গেমস’য়ের উপর ভিত্তি করে।

নেটফ্লিক্স নিয়ে অভিযোগও আছে বেশ কয়েকটা। যেমন, কেন আর নেটফ্লিক্সে দেখা যায় না ‘গেম অব থ্রোনস’? হটস্টার ছাড়া আর কোনও রাস্তাই থাকল না। অনেকের প্রশ্ন, ডাউনলোড করার কোনও অপশন কেন রাখেনি নেটফ্লিক্স? ‘গেম অব থ্রোনস’ নিয়ে আশার কথা শোনাতে না পারলেও নেটফ্লিক্সের মিডিয়া ম্যানেজার রায়ান ম্যাকর্মিক জানালেন, এ বছরের শেষেই ডাউনলোডের অপশন আনছে নেটফ্লিক্স।

সিরিয়াল-সিনেমা শুধু নয়। নেটফ্লিক্সের দিকে জেন ওয়াইকে টেনে আনছে এর বিভিন্ন ধরনের প্রোগ্রাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ক সরকার যেমন বলছিলেন, ‘‘আমার সিনেমা বা টিভি সিরিজ তেমন ভাল লাগে না। কিন্তু ডকুমেন্টারি ভীষণ প্রিয়। নেটফ্লিক্স ভারতে আসায় বেশ সুবিধা হয়েছে। ‘ব্ল্যাকফিশ’, ‘দ্য স্কোয়ার’, ‘হট গার্লস ওয়ান্টেড’ বা ‘মেকিং আ মার্ডারার’‌য়ের মতো প্রাইজ জেতা ডকুমেন্টারি দেখতে আর টরেন্ট থেকে ডাউনলোড করতে হয় না।’’

বিজ্ঞাপন ব্রেক নেই। টিভি রিমোট নিয়ে কাড়াকাড়ি নেই। আছে পছন্দ মতো অঢেল সিরিয়াল, সিনেমা আর তথ্যচিত্র। জেন ওয়াই কিন্তু টিভিকে বিদায় দিয়ে কাছে টেনে নিয়েছে নেটফ্লিক্সকে।

আপনি বাদ যাবেন কেন!

netflix series television
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy