যারা বলে জেন ওয়াই চব্বিশ ঘণ্টা মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তারা ডাহা মিথ্যা কথা বলে। কারণ, দিনের অন্তত ঘণ্টা দুই সময় তো তারা নেটফ্লিক্সে-এ কাটায়।
টিভি রিমোটের সঙ্গে বর্তমান প্রজন্মের দূরত্ব বাড়ছিল অনেক দিন ধরেই। এ বার টিভিকে একরকম ক্লিন বোল্ড করে দিয়েছে নেটফ্লিক্স। যখন তখন যত্র-তত্র পছন্দের সিনেমা বা সিরিয়াল দেখার স্বাধীনতা। বিজ্ঞাপন ব্রেকের জ্বালাতনও নেই। নতুন টিভি সিরিজ যেমন রয়েছে, তেমনই রয়েছে নতুন সিনেমা। অনেকের মতে, গোটা সিনেমা হলকেই বাড়িতে এনে দিয়েছে নেটফ্লিক্স।
নেটফ্লিক্সে বুঁদ হয়ে থাকতে যাঁরা ভালবাসেন তাঁদের জন্য সুখবর। গরমে আর সিনেমা হলে দৌড়বার দরকার নেই। নেটফ্লিক্স নিয়ে আসছে তাদের নতুন সামার কালেকশন। এ বার একটা ক্লিকেই নেটফ্লিক্স আপনাকে নিয়ে যাবে বলিউড থেকে হলিউডে। হাতে পপকর্ন ও কানে হেডফোন লাগিয়ে আপনি তৈরি তো? দেখে নিন কী কী ডাউনলোড করতে পারবেন ইতিমধ্যেই।