রিয়া চক্রবর্তীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে আশঙ্কা করছেন নেটাগরিকদের একাংশ। গতকাল রিয়া সুশান্তের একটি ছবি দিয়ে অমিত শাহের অফিসিয়াল পেজে একটি পোস্ট করেছিলেন। এই পোস্টে নিজের পরিচয় দিতে গিয়ে রিয়া লিখেছেন, “স্যর আমি সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। এক মাসের ওপর হয়ে গেল সুশান্ত চলে গেছে। আমি সরকারের প্রতি আস্থাশীল। চাই এই মৃত্যুর সিবিআই তদন্ত হোক। আমি শুধু জানতে চাই, সুশান্তের ওপর কী এমন চাপ সৃষ্টি করা হয়েছিল যে ওকে আত্মহত্যা করতে হল!”
Either the account is hacked or someone else has written it. The Name itself of Sushant Singh Rajput has not been written properly in the post!! Such insult to the innocent departed soul. #FakeEmotions#FakeBollywood
— Anshu2kulu (@Anshushree1) July 16, 2020