ধরা যাক, বছর কুড়ি পর পুরনো বন্ধুদের সঙ্গে হঠাৎ দেখা হল আপনার। না, ‘কার্তিক মাসে ধানের ছড়ার পাশে’ কিংবা ‘বাবলার গলির অন্ধকারে’ নয়। বরং পুরদস্তুর প্ল্যান করে এক ‘গ্র্যান্ড রিইউনিয়ন’।
দেখলেন, স্কুলে যে মেয়েটির প্রতি আপনার ভাললাগা ছিল সে আজ কারও স্ত্রী, কারও মা। আবার গ্রুপের সবচেয়ে হ্যান্ডসাম, শান্তস্বভাবের লাজুক ছেলেটি আজ কর্পোরেটের জাঁতাকলে আবিষ্ট। এক নিমেষে আপনার চোখের সামনে ভেসে উঠতে থাকল এক সঙ্গে টিফিন ভাগ থেকে খেলার মাঠের দৌড়। মনে পড়ে গেল কত শত পুরনো স্মৃতি। হাজার হোক, স্কুল জীবনের বন্ধু বলে কথা, তাঁদের কদরই আলাদা।
এক দল বন্ধুর না-বলা গল্প বলতেই পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত নিয়ে আসছেন তাঁর পরবর্তী ছবি ‘আবার বছর কুড়ি পর’। ছবিটিতে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।