Advertisement
১০ জুন ২০২৪
Entertainment News

কলকাতায় আসছে নতুন নাটক ‘দ্য ফ্লেম’

শীতের কলকাতায় এ নাটক দর্শকের ভাল লাগবে বলে আশাবাদী গোটা টিম।

মহড়া চলছে।

মহড়া চলছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ২০:১৪
Share: Save:

সান্যাল পরিবারের বড় ছেলে মৃণ্ময়। বিয়ের পরেই এক দুর্ঘটনার কবলে পড়ে হুইলচেয়ার বন্দি হয়ে পড়েন। পক্ষাঘাতগ্রস্ত মৃণ্ময়ের সর্বক্ষণের সঙ্গী হন নার্স রঞ্জনা। কোনও ভাবেই স্ত্রী ঊর্মির সাহায্য নিতে চাইতেন না তিনি।

এ হেন মৃণ্ময়কে আপনি দেখতে পাবেন আগামী ৫ জানুয়ারি জ্ঞানমঞ্চে। সৌজন্যে বেঙ্গালুরুর দল ‘ভেঞ্চার্স’-এর নাটক ‘দ্য ফ্লেম’।

ধীরে ধীরে মৃণ্ময়ের চিকিত্সক, মা, তাঁর পুরনো বন্ধুর মতো চরিত্ররা মঞ্চে প্রবেশ করবেন। রহস্য, দার্শনিকতা, দ্বন্দ্বের মিশেলে একে একে গড়ে উঠবে দৃশ্যপট। সম্পর্কের সংজ্ঞা এক ভিন্ন মাত্রা পাবে। সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মৃণ্ময়ের জীবনের গল্পের সঙ্গে হয়তো কোথাও দর্শক মিলও খুঁজে পাবেন। আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন বাদল দাস। শীতের কলকাতায় এ নাটক দর্শকের ভাল লাগবে বলে আশাবাদী গোটা টিম।

আরও পড়ুন, ‘বিজয়া’য় পদ্মা-নাসিরের মিলন হবে কি?

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tollywood Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE