যে ছবিটা দেখলেই গর্বিত হয় প্রতিটি দেশবাসী, যে ছবি বিশ্বের মানচিত্রে ভারতকে সসম্মান তুলে ধরেছিল, ১৯৮৩’র বিশ্বকাপ জয়ের পর কপিল দেবের হাতে সেই ট্রোফির ছবি দেখা গেল নতুন করে। অবিকল কপিলের আদলে দেখা যাচ্ছে রণবীর সিংহের মুখ। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের আখ্যান নিয়ে কবীর খান পরিচালিত ছবি ‘এইটিথ্রি’র আরও একটি লুক প্রকাশ্যে এল। যেখানে রণবীরকে দেখা যাচ্ছে লর্ডসের বারান্দায় ট্রোফি হাতে দাঁড়িয়ে থাকতে। মেকআপ করার পরে কপিলের সঙ্গে রণবীরের চেহারার সাদৃশ্য ইতিমধ্যেই অবাক করেছে দর্শককে। অভিনেতার ট্রোফি উত্তোলনের ভঙ্গিমাও অবিকল তাঁরই মতো। শুটিং চলাকালীন কপিলের পরামর্শমতোই নিজেকে প্রস্তুত করেছেন রণবীর। আপাতত এপ্রিলের গোড়ায় ছবি মুক্তির অপেক্ষায় দর্শক।
আরও পড়ুন: ‘রক্তরহস্য’র ট্রেলার যেন উত্তেজনার ওভারডোজ