Advertisement
E-Paper

হাফ গার্ল ফ্রেন্ডও নেই অর্জুনের

ওঁদের প্রেম যে কী প্রবল, জানত ২০১৪! অর্জুন কপূর ও সোনাক্ষী সিংহ। ওঁদের কাছাকাছি আসার শুরু ‘তেভর’ ছবির সময় থেকেই। তার পরই হঠাৎ ছন্দপতন। দু’জনের ছাড়াছাড়ি। এর পর থেকে একসঙ্গে ছবি করেননি ওঁরা। এমনকী কোনও পার্টিতেও ওঁদের একসঙ্গে দেখা যায়নি।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৭ ০০:১৮
‘হাফ গার্লফ্রেন্ড’-এর প্রচারে শ্রদ্ধা কপূরের সঙ্গে আদিত্য। ছবি: পিটিআই

‘হাফ গার্লফ্রেন্ড’-এর প্রচারে শ্রদ্ধা কপূরের সঙ্গে আদিত্য। ছবি: পিটিআই

ওঁদের প্রেম যে কী প্রবল, জানত ২০১৪! অর্জুন কপূর ও সোনাক্ষী সিংহ। ওঁদের কাছাকাছি আসার শুরু ‘তেভর’ ছবির সময় থেকেই। তার পরই হঠাৎ ছন্দপতন। দু’জনের ছাড়াছাড়ি। এর পর থেকে একসঙ্গে ছবি করেননি ওঁরা। এমনকী কোনও পার্টিতেও ওঁদের একসঙ্গে দেখা যায়নি। দিন কতক আগে এক সাক্ষাৎকারে প্রসঙ্গটি উঠতেই অর্জুন বলেছেন, ‘‘কিছু কিছু সম্পর্ক থাকে, যেগুলো ঠিক ক্লিক করে না। এও তেমনই। আর সম্পর্কটা ভাঙার পর দু’জনের পথও তো অালাদা হয়ে যায়। তবে আমি আজও ওকে ভালবাসি একজন মানুষ হিসেবে। সামনাসামনি দেখা হলে আমরা যে একে-অপরকে এ়ড়িয়ে চলি, তাও নয়। দু’তরফেই এ নিয়ে কোনও চাপ নেই। ‘নুর’-এর ট্রেলার দেখলাম। আমার তো মনে হয়, সোনাক্ষী ওর কেরিয়ারের দুর্ধর্ষ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’’

সোনাক্ষী

এ দিকে শোনা যাচ্ছে, সোনাক্ষীর সঙ্গে বান্টি সচদেবের সম্পর্ক এখন খুবই ঘনিষ্ঠ। অর্জুন অবশ্য বলেছেন, তিনি এখনও সিঙ্গলই আছেন। যদিও মালাইকা অরোরার সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যায়। ‘হাফ গার্লফ্রেন্ড’-এর নায়ক বলছেন, এই মুহূর্তে তাঁর জীবনে অমন কোনও হাফ গার্লফ্রেন্ডও নাকি নেই!

Half Girlfriend Arjun kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy