সিরিয়ালের শুটিং পুরোদমে চললেও, টলিউড়ের কলাকুশলীর জন্য বিমার কাগজপত্র তৈরি হয়নি বলে খবর।
করোনা আবহে শুটিংয়ের এসওপি-র এককালীন ২৫ লক্ষ টাকার বিমা মঞ্জুর হয়েছিল। সেই মতো প্রায় ৩৫০ জন শিল্পীর বিমার প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। কিন্তু এক মাস শুটিং হয়ে গেলেও, কেন বিমার কাগজ কলাকুশলীরা হাতে পেলেন না, তা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে। লকডাউনে ৮২ দিন শুটিং বন্ধ থাকায় কলাকুশলীর জন্য সর্বাধিক ৭৫ শতাংশ মজুরি ফেডারেশন আদায় করেছে বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। ওই টাকা এখনও তাঁদের হাতে না পৌঁছনোয়, তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে বলেও শোনা যাচ্ছে। যদিও প্রকাশ্যে মুখ খুলতে কেউই রাজি নন।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের সেক্রেটারি অমিত সামন্ত বললেন,‘‘বিমার কাগজপত্র তৈরি হচ্ছে। এখনও মেডিক্যাল টেস্ট করা সম্ভব হয়নি। কয়েকটি প্রক্রিয়া বাকি থাকায় টাকা পেতে দেরি হচ্ছে।’’
এই ঘটনার আঁচ পেয়েই বৃহস্পতিবার ফেডারেশন তার সমস্ত গিল্ড প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্রক্রিয়া দেরি হওয়ার কারণ প্রসঙ্গে ফেডারেশনের সহ-সভাপতি ও আর্ট ডিরেক্টর গিল্ডের সেক্রেটারি সুদীপ ভট্টাচার্য বললেন, ‘‘চ্যানেলের সঙ্গে কথা হয়ে গিয়েছে। ২৪ জুলাইয়ের মধ্যে লকডাউনে বন্ধ থাকা ধারাবাহিকের কলাকুশলীরা প্রাপ্য টাকা পেয়ে যাবেন। আর এক সপ্তাহের মধ্যেই বিমার কাগজপত্রও তৈরি হয়ে যাবে।’’ এই আশ্বাস পাওয়ার পরে বোধহয় কলাকুশলীরা স্বস্তি পাবেন।