সমস্ত জল্পনায় জল ঢাললেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। গত কয়েকদিনে টলিপাড়ায় খবর রটেছিল, ভাঙন ধরেছে তারকাজুটির সম্পর্কে। তাঁরা নাকি আলাদা থাকছেন। এমনকি, সম্প্রতি পুত্র ঈশানের জন্মদিনে যশকে দেখতে না পাওয়ায়, সেই বিচ্ছেদে প্রায় সিলমোহর দিয়ে দিয়েছিল নেটপাড়া। কিন্তু সবার মুখ বন্ধ করে ফের একসঙ্গে হাজির নুসরত ও যশ।
বৃহস্পতিবার সন্ধেয় দু’জনেই একসঙ্গে একটি ছবি ভাগ করে নেন। নুসরতের পরনে নেটের শাড়ি। যশের পরনে স্যুট। দু’জনের সাজে রংমিলান্তি। নিন্দকদের খোঁচা দিয়ে তাঁরা লিখেছেন, “লোকজন নানা রকমের গল্প ফাঁদুক! আমরা বরং আমাদের দু’জনের গল্পে এই ভাবেই বাঁচি।” এই পোস্ট দেখে স্বস্তিতে যশ-নুসরতের অনুরাগীরা। বহু দিন পরে একসঙ্গে তারকাজুটিকে দেখে তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন পোস্টের মন্তব্যে বিভাগে।
আরও পড়ুন:
সম্প্রতি আনন্দবাজার ডট কম-এর সাক্ষাৎকারেই যশ ও প্রথম পক্ষের পুত্রকে নিয়েও কথা বলেছিলেন নুসরত। তিনি বলেছিলেন, “যশের বড় ছেলে খুব ভাল। ও আর ঈশান দুই ভাই। একসঙ্গে থাকে, ঘুমোয়। এমন অনেক সময় হয়, আমরা শুটিংয়ে গেলে বলে যাই, ভাইকে দেখে রাখিস। আমাদের দেরি হবে। ও দায়িত্ব নিতে জানে। আমার ছেলে, যশের বড় ছেলে, আমরা, একটা পরিবার তো!”
যশের থেকে কী কী শিখেছেন, তা নিয়েও খোলাখুলি আলোচনা করেছিলেন নুসরত। তিনি বলেছিলেন, “যশ সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কথা বলে না। খেয়াল করে দেখেছি, সেই জায়গায় আমি একসঙ্গে অনেক কিছু বলে ফেলি। ব্যক্তিজীবনের কথাও থাকে। পরবর্তী সময়ে কী বলব আর কী বলব না, সেটা ওর থেকে শিখেছি।” তারকা জুটিকে শেষ দেখা গিয়েছে ‘আড়ি’ ছবিতে।