Advertisement
E-Paper

৯ পুরুষের সঙ্গে প্রেম-বিচ্ছেদ, অবশেষে জীবনসঙ্গী পেলেন টেলর সুইফ্‌ট! কারা সেই প্রাক্তন প্রেমিক? 

আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির সঙ্গে বাগ্‌দান সারলেন আমেরিকান পপ তারকা। অবশেষে বিয়ে করছেন পপ তারকা! তবে এর আগে প্রায় ৯ জন খ্যাতনামী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন টেলর সুইফ্‌ট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ১৮:৫৪
টেলরের জীবনে এই ৯  পুরুষ কারা?

টেলরের জীবনে এই ৯ পুরুষ কারা? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

টেলর সুইফ্‌টের অনুষ্ঠানে এমন জনজোয়ার নামে যে, মাটি পর্যন্ত কেঁপে ওঠে। তাই তাঁর বাগ্‌দানের খবর প্রকাশ্যে আসতেই উদ্‌যাপনে মেতেছে সারা বিশ্ব। আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির সঙ্গে বাগ্‌দান সারলেন আমেরিকান পপ তারকা। তবে তার আগে প্রায় ৯ জন খ্যাতনামী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন টেলর। তাঁর নিজের গানের কথাতেই রয়েছে, ‘গট আ লং লিস্ট অফ্‌ এক্স লভার’। একাধিক সম্পর্কে জড়ালেও বার বার যে আঘাত পেয়েছেন টেলর, তা ফুটে উঠেছে তাঁর গানের ছত্রে। তাই তিনি জীবনসঙ্গী খুঁজে পেতেই বিশ্বজোড়া আনন্দ। দেখে নেওয়া যাক টেলরের প্রাক্তন প্রেমিকের তালিকা।

‘জোনাস ব্রাদার্স’-এর গায়ক জো জোনাসের সঙ্গে সম্পর্কে জড়ান টেলর। সালটা ছিল ২০০৮। মাত্র তিন মাসের সম্পর্ক ছিল। হঠাৎই তিক্ততার সঙ্গে ভেঙে যায় সম্পর্ক। মাত্র ২৫ সেকেন্ডের কথোপকথনে নাকি ভেঙেছিল সেই সম্পর্ক। জো-এর জন্য ‘ফরএভার অ্যান্ড অলওয়েজ়’, ‘লাস্ট কিস’-এর মতো গান লিখেছিলেন টেলর।

২০০৯ সালে টেলর লন্টনারের সঙ্গে সম্পর্ক ছিল টেলর সুইফ্‌টের। সেই সময়ে গায়িকার অনুরাগীদের দাবি ছিল, এই প্রেমিকই নাকি টেলরের জন্য সেরা। বেশ কয়েকমাস সম্পর্কে ছিলেন তাঁরা। ২০১০-এ বিচ্ছেদ হয় তাঁদের। সম্পর্ক ভেঙেছিলেন টেলর নিজেই। তবে কেন ভাঙলেন, তা নিয়ে কখনও মুখ খোলেননি। ‘ব্যাক টু ডিসেম্বর’ গানটি নাকি এই প্রেমিকের জন্যই বেঁধেছিলেন গায়িকা।

সঙ্গীতপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় জন মেয়র। তাঁর গান, গানের কথা, গিটার বাজানোয় মুগ্ধ অনুরাগীরা। ২০১০-এ বেশ কয়েকমাস একসঙ্গে ছিলেন তাঁরা। তখন টেলরের বয়স মাত্র ১৯, আর গায়ক জনের বয়স ৩৪। সম্পর্ক ভেঙেছিলেন জন। টেলর তাঁর জন্য লিখেছিলেন ‘ডিয়ার জন’ নামে একটি গান। দাবি ছিল, গায়ক তাঁর মন নিয়ে খেলেছেন। জন পাল্টা বলেছিলেন, এই গান নাকি খুবই নিম্নমানের।

হলিউডের জনপ্রিয় অভিনেতা জেক জিলানহলের সঙ্গেও সম্পর্কে ছিলেন টেলর। ২০১০ থেকে ২০১১-র মধ্যে কয়েকমাস একসঙ্গে ছিলেন তাঁরা। শোনা যায়, অভিনেতাই নাকি মন ভেঙেছিলেন গায়িকার। জেক-এর জন্য তিনি লিখেছিলেন ‘অল টু ওয়েল’, ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’।

তার পরে বেশ কিছু দিন একা থাকেন টেলর। ২০১২ সালে তাঁর জীবনে আসেন উদ্যোগপতি কনা কেনেডি। টেলরের থেকে বয়সে ছোট ছিলেন তিনি। এই সম্পর্কের মেয়াদও ছিল কয়েক মাস। ‘বিগিন আগেন’ নামে গানটি তাঁর জন্যই লিখেছিলেন টেলর।

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রিটিশ তারকা হ্যারি স্টাইলের সঙ্গে সম্পর্কে ছিলেন টেলর। এটি অন্যতম চর্চিত সম্পর্ক টেলরের। টাইমস স্কোয়্যারে তাঁদের চুম্বন নিয়েও চর্চা হয়েছিল খুব। সেই সম্পর্কও ভেঙে যায় একদিন। ‘স্টাইল’, ‘আই নো ইউ ওয়্যার ট্রাবল’-এর মতো জনপ্রিয় গান হ্যারির জন্যই লিখেছিলেন টেলর।

২০১৫-২০১৬ সাল পর্যন্ত ডিজে কেলভিন হ্যারিসের সঙ্গে সম্পর্কে ছিলেন টেলর। শুরুর দিকে সবকিছু ভাল ভাবে চললেও শেষ পর্যন্ত টেকেনি এই সম্পর্কও। টেলর এই প্রেমিকের জন্য লিখেছিলেন ‘দিস ইজ় হোয়াট ইউ কেম ফর’ গানটি।

কেলভিনের সঙ্গে প্রেম ভাঙার পরে ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেলর। একসঙ্গে বেড়াতে যেতেন তাঁরা প্রায়ই। মাত্র তিন মাস টিকেছিল সেই সম্পর্ক। অনুরাগীদের অনুমান, টেলরের ‘গেটওয়ে কার’ গানটি টম-এর জন্যই লেখা হয়েছিল।

২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত অভিনেতা জো অলউইনের সঙ্গে সম্পর্কে ছিলেন টেলর। এই সম্পর্ক খুব গোপন রেখেছিলেন তাঁরা। ২০২৩-এর জুলাইয়ে ভাঙে সেই সম্পর্কও। ‘লভার’, ‘উইলো’, ‘ডেলিকেট’-এর মতো গান জো-এর জন্যই লিখেছিলেন টেলর।

Taylor Swift
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy