Advertisement
২০ মে ২০২৪
nusrat jahan

Nusrat Jahan: মাথায় ঘোমটা দেওয়া এ কোন নুসরত জাহান?

শনিবার রাতে নুসরতের ফ্যান ক্লাব একটি ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রাম পেজে। সেই ছবিটি শেয়ার করেছেন নুসরত।

নুসরত জাহানের নতুন রূপ প্রকাশ্যে

নুসরত জাহানের নতুন রূপ প্রকাশ্যে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২১ ১১:১১
Share: Save:

বিশ্বকর্মা পুজোয় কপালে সিঁদুর পরে সালোয়ার কামিজে দেখা দিয়েছিলেন নুসরত জাহান। সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত। তার পরেই জল্পনা শুরু হয়েছে, ঈশান জে দাশগুপ্তর মা এবং বাবা বিয়ে কি তবে সেরেই ফেললেন? এই বিষয় নিয়ে চর্চা শুরু হলেও প্রত্যেক বারের মতো টলিউডের দুই তারকা এই প্রশ্নের কোনও উত্তর দেননি। তার পরেই প্রকাশ্যে এল ঘোমটা মাথায় নুসরতের ছবি।

তবে ছবির নুসরত আজকের ঈশান-জননী নুসরত নন। বেশ কয়েক বছর পিছিয়ে গেলে তাঁর দেখা পাওয়া যাবে। নুসরতের ছোটবেলার ছবির সন্ধান মিলল ইনস্টাগ্রামে। নুসরত সেই ছবি শেয়ার না করলে তাঁকে চেনা দুষ্কর।

ঈশান-জননীর ছোটবেলা

ঈশান-জননীর ছোটবেলা

শনিবার রাতে নুসরতের ফ্যান ক্লাব একটি ছবি পোস্ট করেছে ইনস্টাগ্রাম পেজে। সেই ছবিটি শেয়ার করেছেন নুসরত।

ছবিতে দেখা যাচ্ছে, কেউ এক জন তাঁর ফোন থেকে সাদা-কালো একটি ছবি খুলে ক্যামেরার সামনে ধরেছেন। ফোনের ভিতর এক বালিকার ছবি। ছোট করে কাটা চুল কপাল পর্যন্ত নেমে এসেছে। কপালে টিপ, মাথায় ঘোমটা। সেই বালিকা আজকের টলিউডের নায়িকা নুসরত জাহান। তখনও তিনি বিতর্কে জড়াননি। তখন তিনি খ্যাতির মুখ দেখেননি। মা হওয়ার পর নিজের বাল্যবেলার ছবি শেয়ার করে নস্টালজিক নুসরত?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

nusrat jahan Yash Dasgupta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE